ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিচারপতি আমিরুল কবির চৌধুরী মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ০৮:৩৮, ২৯ জুন ২০১৬

বিচারপতি আমিরুল কবির চৌধুরী মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান

সুপ্রীমকোর্টের প্রাক্তন বিচারপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন। খবর বাসস’র বিচারপতি চৌধুরী কক্সবাজার জেলা থেকে আইন পেশা শুরু করেন এবং পরবর্তীতে তিনি হাইকোর্ট ও সুপ্রীমকোর্টের আপীল বিভাগের আইনজীবী তালিকাভুক্ত হন। বিচারপতি আমিরুল কবির চৌধুরী ১৯৯৬ সালে বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং ২০০৪ সালে আপীল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৮ সালে বাংলাদেশ সরকারের নবগঠিত জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান পদে অভিষিক্ত হন।
×