ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড-শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডে আজ

প্রকাশিত: ০৬:৩৬, ২৯ জুন ২০১৬

ইংল্যান্ড-শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে আজ। সিরিজে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক ইংলিশরা। প্রথম ম্যাচ ‘টাই’ হয়। জেসন রয় ও এ্যালেক্স হেলসের অপরাজিত জোড়া সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয়টিতে রেকর্ড গড়ে জেতে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে ইয়ন মরগানের দল। ম্যাচটা তাই লঙ্কানদের জন্য ‘ডু অর ডাই।’ অতিথিদের দুঃসংবাদ, কাঁধের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন লাহিরু থিরিমান্নে। তার পরিবর্তে নিরোশান দিকওয়ালাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইনজুরি শঙ্কা রয়েছে অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস, ইনফর্ম ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল আর অলরাউন্ডার পারভেজ মাহরুফকে নিয়েও! ওয়ানডের আগে তিন ম্যাচের ইনভেস্টেক টেস্ট সিরিজে ২-০তে হারে শ্রীলঙ্কা। বাজে ফর্ম আর দুর্ভাগ্য মিলিয়ে ম্যাথুজদের জন্য ইংল্যন্ড সফরটা যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে। বৃষ্টিতে পরিত্যক্ত আগের ম্যাচে ৯ উইকেটে ২৪৮ রান করেছিল লঙ্কানরা। কুশল মেন্ডিজ ৫৩, দীনেশ চান্দিমাল ৬২, এ্যাঞ্জেলো ম্যাথুস ৫৬ ও উপুল থারঙ্গা করেন ৪০ রান। ব্রিস্টলে অবশ্য আলোচনায় ছিলেন লিয়াম প্ল্যাঙ্কেট। এদিন ৩ উইকেট নিয়ে ৫০ শিকার পূর্ণ করেন ইংলিশ পেসার। এপ্রিল ২০১৫ থেকে মার্চ ২০১৬Ñ এক বছরের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশী তারকা মুস্তাফিজুর রহমানের মোট উইকেট ৫২। সেখানে ৫০ ওয়ানডে উইকেটের জন্য লিয়াম প্লাঙ্কেটকে অপক্ষো করতে হলো ১০ বছর! ২০০৫ সালে ২১ বছর বয়সে অভিষেক, কখনও ফর্মহীনতা, কখনও ইনজুরি কারণে এক দশকে খেলতে পেরেছেন মোটে ৩৭ ওয়ানডে। আজই সিরিজ নিশ্চিত করতে চাইছেন মরগান। ইংলিশ সেনাপতি বলেন, ‘এ পর্যন্ত নিজেদের খেলা নিয়ে আমি সন্তুষ্ট। ছন্দ ধরে রেখে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করতে চাই। প্রতিপক্ষ ভাল দল, আমাদের তাই সেরাটা দিয়ে লড়তে হবে।’ অন্যদিকে সফরটা যেন আরও দুঃস্বপ্নের না হয়ে ওঠে লঙ্কার সামনে এটি শেষ সুযোগ। আজ জিতলে সমতা ফেরানোর পাশাপাশি ম্যাথুসদের সিরিজ জয়ের আশা বেঁচে থাকবে।
×