ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেখাপড়া চালিয়ে যাও॥ লাইবেরীয় কিশোরীদের প্রতি মিশেল

প্রকাশিত: ০৩:৪১, ২৯ জুন ২০১৬

লেখাপড়া চালিয়ে যাও॥ লাইবেরীয় কিশোরীদের প্রতি মিশেল

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সোমবার লড়াই করে পড়ালেখা চালিয়ে যেতে লাইবেরিয়ার কিশোরীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিম আফ্রিকার দেশটি সফর করার সময় তিনি একথা বলেন। আর্থিক সঙ্কটের কারণে দেশটিতে অনেক কিশোরীকে স্কুল থেকে ঝরে পড়তে হচ্ছে।খবর এফপির মিশেল ওবামা ২০১৫ সালের মার্চ মাসে তার ‘লেট গার্লস লার্ন’ নামের শিক্ষা প্রকল্প চালু করেন এবং তখন থেকেই তিনি বাধ্য হয়ে ঝরে পড়া লাখ লাখ শিশুর লেখাপড়া চালিয়ে যেতে জোরালো সহযোগিতার প্রদানের আহ্বান জানিয়ে সারাবিশ্ব সফর করেন। যুক্তরাষ্ট্রে গুলিতে দুজন নিহত যুক্তরাষ্ট্রের পশ্চিম অরেগনে গুলিতে দু’জন নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। সোমবারের এই গোলাগুলির মূল হোতা সন্দেহে দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে পোর্টল্যান্ডের কাছ থেকে একব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্যপুলিশ। স্থানীয় সময় দুপুর ১২টার ঠিক পরপর গোলাগুলির এই ঘটনা ঘটে। ঠিক কি কারণে এটি ঘটেছে তা তদন্ত করছে কর্তৃপক্ষ। সালেমের ২০ মাইল উত্তরে প্রত্যন্ত একটি অংশে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ম্যারিয়ন কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্রিস বলড্রিজ জানিয়েছেন।বলড্রিজ জানান, গুলিতে দুইব্যক্তি নিহত হয়েছেন। মেরু অঞ্চলে গোলাপী বরফ! মেরু অঞ্চলের বরফ রং পাল্টে গোলাপী হয়ে যাচ্ছে শুনে অবাক হলেও আর্কটিক অঞ্চলে একে দেখা যাচ্ছে। এর নাম দেয়া হয়েছে ওয়াটারমেলন স্নো। বিজ্ঞানীদের মতে, বরফের ওপর জন্ম নেয়া লাল রঙের এ্যালগি নামে এক ধরনের শৈবালের কারণেই এই রং। বিশেষ ধরনের এই শৈবাল হিমাঙ্কের নিচের তাপমাত্রাতেও জন্ম নিতে পারে? সূর্যরশ্মি শোষণের ফলে সবুজ এই শৈবাল থেকে এক ধরনের প্রাকৃতিক ‘সানস্ক্রিন’ তৈরি হয়। -গার্ডিয়ান রানীর কৌতুক! ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে দুদিনের রাজকীয় সফরে রানী দ্বিতীয় এলিজাবেথ যান। সেখানকার হিলসবোরো প্রাসাদে ফার্স্ট মিনিস্টার মার্টিন ম্যাকগিনিসের সঙ্গে সাক্ষাত হলে তিনি কেমন আছেন জানতে চাইলে রানী কৌতুক করে বলেন, আর যা কিছুই হোক না কেন তিনি এখনও বেঁচে আছেন। ২০ মিনিটের এক ভিডিওতে এটি প্রকাশ পায়। - টেলিগ্রাফ
×