ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গলাচিপায় দেবোত্তর সম্পত্তি রক্ষায় বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২২:৪৩, ২৮ জুন ২০১৬

গলাচিপায় দেবোত্তর সম্পত্তি রক্ষায় বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় হিন্দু সম্প্রদায় দেবোত্তর সম্পত্তি ব্যক্তি নামে ‘নামজারি’ করার পায়তারার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পরিষদের আহ্বানে অনুষ্ঠিত এ কর্মসূচীতে শত শত মানুষ অংশ নেয়। কালীবাড়ি আঙিনা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল প্রথমে উপজেলা ভূমি অফিস ও পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে হিন্দু সম্পদায়ের নেতৃস্থানীয় একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকীর সাথে সাক্ষাত করেন এবং মা কালীর নামে দেবোত্তর সম্পত্তি ব্যক্তি নামে রেকর্ড না করার দাবি করেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি আইনগত ভাবে বিবেচনা করার আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সুনীল কৃষ্ণ কুন্ড, সাধারণ সম্পাদক রামদেব পাল, পরিমল কর্মকার, শ্রী অমল বনিক, সৌমিত্র দেবনাথ, তাপস দত্ত প্রমূখ। পরে কালীবাড়ি আঙিনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তারা অভিযোগ করেন, একশ’ বছর আগে জমিদার ব্রজমোহন দত্ত মা কালীর নামে রতনদী মৌজায় কয়েক কোটি টাকা মূল্যের পৌনে তিন একর জমি ও বাড়ি দেবোত্তর হিসেবে দান করেন। একজন প্রভাবশালী আইনজীবী ওই সম্পত্তির ভূয়া দলিল করে এখন নামজারি ও দখলের পায়তারা করছে। বক্তারা যে কোন মূল্যে ওই সম্পত্তি রক্ষার অঙ্গীকার করেন।
×