ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ

প্রকাশিত: ২২:৩৩, ২৮ জুন ২০১৬

শেরপুরে ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (একসেস টু ইনফরমেশন) প্রোগ্রামের আওতায় শেরপুরে দু’দিনব্যাপি ই-মোবাইল কোর্ট সিস্টেম বাস্তবায়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন এটুআই প্রোগ্রামের সহকারী পরিচালক তাসলিমা নুর হোসেন। প্রশিক্ষণ সঞ্চালনা করছেন সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাহমুদুর রহমান মামুন জানান, জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রামের সহায়তায় আয়োজিত প্রশিক্ষণে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ, মাদক, কৃষিসহ অন্যান্য বিভাগের মোট ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এ প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক নতুন মাত্রা যোগ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×