ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসলামে রূপান্তরকামীদের বিবাহ আইনসিদ্ধ, জানালেন পাক ধর্মগুরু

প্রকাশিত: ২০:২৪, ২৮ জুন ২০১৬

ইসলামে রূপান্তরকামীদের বিবাহ আইনসিদ্ধ, জানালেন পাক ধর্মগুরু

অনলাইন ডেস্ক ॥ রূপান্তরকামী নারী বা পুরুষের বিয়েতে কোনও বাধা নেই বলে জানিয়ে দিলেন এক পাক ধর্মগুরু। রবিবার এই দাবি করেছেন তানজিম-এ-উম্মত পাকিস্তানের ধর্মগুরু মুফতি মম্মদ ইমরান হানসি কাদরি। পাকিস্তানের মতো তথাকথিত রক্ষণশীল সমাজে এই কথায় যারপরনাই বিস্মিত অনেকে। তবে কাদরি দাবি করেছেন, ইসলাম ধর্মে রূপান্তরকামীদের বিবাহ আইনসিদ্ধ। তিনি জানিয়েছেন, এক জন রূপান্তরকামী পুরুষ বা নারী অপর কোনও মহিলা বা পুরুষকে বিয়ে করতে পারেন। তবে রূপান্তরকামীদের বিবাহে বাধা না থাকলেও একই অঙ্গে নারী-পুরুষ উভয় যৌনাঙ্গধারী মানুষদের বিয়ের নিধান দেওয়া হয়নি। পাশাপাশি রূপাম্তরকামীদের সম্পত্তির অধিকারের পক্ষেও রায় দিয়েছেন কাদরি। কেবলমাত্র রূপান্তরকামী বলেই সন্তানকে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না তাঁর মা-বাবা। কাদরির মতে, এ কারণে সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে আল্লা-র রোষে পড়বেন তাঁদের মা-বাবা। পাকিস্তান সরকারকে এ বিষয়ে আইন পাশ করারও পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×