ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাবি শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ॥ আহত ৪

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ জুন ২০১৬

রাবি শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ॥ আহত ৪

রাবি সংবাদদাতা ॥ বাসভাড়া নিয়ে গালিগালাজ করাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিক ও স্থানীয়দের সংঘর্ষে চারজন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকাগামী একটি বাস ভাংচুর করেছে। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এমরান এবং রাজশাহী-ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাসের দুই হেলপার। তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, সোমবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনালে ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রাজশাহী-ঢাকাগামী শিশির পরিবহনের দুই হেলপার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাফসুল ইসলাম পলাশ এবং চতুর্থ বর্ষের তারেককে অকথ্য ভাষায় গালাগাল করেন। এর জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে শিক্ষার্থীরা শিশির পরিবহনের ওই বাসটি আটক করে হেলপারকে মারধর করে। এ সময় অন্যান্য বাসের শ্রমিক এবং স্থানীয়রা শিক্ষার্থীদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিশির পরিবহনের ওই বাসটি ভাংচুর করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য এবং পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর কবরস্থানে পাটক্ষেত থেকে রবিবার রাতে ইসমাইল হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার রাতে বড়হর কবরস্থান মসজিদে তারাবি নামাজ পড়তে যাওয়ার সময় মুসল্লিরা কবরস্থানের পাশের পাটক্ষেতের মধ্যে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। আনুমানিক ২৩ বছর বয়সী ওই যুবকের মাথায় ও শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পকেট থেকে পাওয়া একটি জন্মনিবন্ধন কপিতে ইসমাইল হোসেন, পিতা সাইফুল ইসলাম, সাং-সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যার পর ওই স্থানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নোয়াখালী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন থেকে অজ্ঞাত (২৭) যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব এওজবালিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন পূর্ব এওজবালিয়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি তারা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। সীতাকু-ে নিজস্ব সংবাদদাতা সীতাকু-, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামের সীতাকু- উপজেলাধীন বানুবাজার এলাকায় এক অজ্ঞাত যুবতীর (২৪) গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। রবিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
×