ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মহাসমাবেশ

প্রকাশিত: ০৬:৪২, ২৮ জুন ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান বলেছেন, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিষদাঁত ভেঙ্গে সমূলে উৎপাটন করা হবে। আমরা জানি কিভাবে দেশকে শাসন করতে হয়। যারা বাংলাদেশে পাকিস্তানী শাসন ব্যবস্থা আমদানি করতে চায় তাদের প্রশ্রয় দেয়া হবে না। সোমবার দুপুরে যশোর টাউন হল ময়দানে জঙ্গী ও সন্ত্রাসবাদবিরোধী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা রেঞ্জের ডিআইজি আরও বলেন, যারা বাংলাদেশে প্রেসক্রিপশন দিতে আসে, তাদের দেশে একজন মানুষ একসঙ্গে পঞ্চাশ জনকে হত্যা করলেও প্রতিরোধ করতে পারে না। তারা আবার এ দেশে শান্তি কায়েম করার কথা বলে। জেলা পুলিশ ও জনপ্রতিনিধিদের ব্যানারে আয়োজিত এ মহাসমাবেশে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। বক্তব্য রাখেন পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মাগুরা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। আলোচনা শেষে সমাবেশ অংশগ্রহণকারীদের হাতে বাঁশের লাঠি ও বাঁশি তুলে দেন প্রধান অতিথি ডিআইজি মনির-উজ-জামান। মাদকবিরোধী আলোচনা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবসের কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে ওই সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক নাসির উল্লাহ ভূইয়া, কলেজের সহকারী অধ্যাপক নওজেশ আলী, প্রভাষক আবুল হোসেন আলোচনা করেন। সড়কবাতি প্রকল্প উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী পৌরসভার ৯নং (কাসেমাবাদ-হরিসেনা) ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ সড়কে সড়কবাতি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কাসেমাবাদ হাই মার্কেটের রাস্তায় প্রকল্পের উদ্বোধনকরেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন, সংরক্ষিত কাউন্সিলর সাবিনা খন্দকার, মিলন খলিফা, ওয়ার্ড আ’লীগ নেতা সেকেন্দার আলী, প্রমুখ।
×