ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোমসিরিজ অক্টোবরে

প্রকাশিত: ০৬:৩৪, ২৮ জুন ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোমসিরিজ অক্টোবরে

স্পোর্টস রিপোর্টার ॥ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা দুটি টেস্ট ও তিন ওয়ানডে খেলবে। উল্লেখ্য, এবার মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে অক্টোবরের এই সিরিজের আগে আর কোন আন্তর্জাতিক ক্রিকেটও নেই টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে এই হোমসিরিজের সময়সূচী ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এক বছর কোন টেস্ট খেলেনি বাংলাদেশ দল। সর্বশেষ গত বছর জুলাইয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। আর ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ২০১০ সালে খেলেছিল। সেবার ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। এবার ইংলিশরা আসছে বাংলাদেশে। সফরের শুরুতেই একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে ইংল্যান্ড দল। ৪ অক্টোবর ফতুল্লায় সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৭ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০ অক্টোবর। তার মানে দীর্ঘ ১ বছর ৪ মাস বিরতির পর টেস্ট ক্রিকেটে নামার সুযোগ পাবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ অক্টোবর থেকে। সিরিজের শেষ ম্যাচ খেলতে দুই দল আবার ফিরবে ঢাকায়। ২৮ অক্টোবর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে এ সিরিজ। এটি বাংলাদেশে ইংল্যান্ড দলের তৃতীয় সফর। ৭ অক্টোবর : প্রথম ওয়ানডে, মিরপুর ৯ অক্টোবর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর ১২ অক্টোবর : তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম ২০ অক্টোবর : প্রথম টেস্ট, চট্টগ্রাম ২৮ অক্টোবর : দ্বিতীয় টেস্ট, মিরপুর
×