ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩৩, ২৮ জুন ২০১৬

ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ‘ওয়ালটন ফেডারেশন কাপ’ ফুটবল আসরের ২৮তম ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে ছয় বছর পর ঢাকা আবাহনী লিমিটেড জিতল তাদের নবম শিরোপা। পনেরো বছর পর আরামবাগের সুযোগে এসেছিল প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ার। সেটা আর হলো কই? উল্টো তাদের হারিয়ে প্রতিশোধ নিল আবাহনী। কেননা এই আসরে গ্রুপ পর্বে আরামবাগের কাছেই ০-১ গোলে হারের তেতো স্বাদ পেয়েছিল তারা। তাই ইতিহাস বদলাতে পারল না তারা। পারল না রূপকথা রচনা করতে। তাদের রূপকথার অভিযান থামিয়ে চ্যাম্পিয়ন হলো দেশীয় ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ও ফুটবল পরাশক্তি আবাহনী। ৬ মিনিটেই এগিয়ে যেতে পারত ঢাকা আবাহনী। কিন্তু আরামবাগের শক্ত রক্ষণে ব্যর্থ হয় তাদের পর পর দুটি আক্রমণ। নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার শট ফিরিয়ে দেন আরামবাগের গোলরক্ষক অধিনায়ক মিতুল হাসান। ফিরতি বলে হেড নেন জুয়েল রানা। এবার বল ক্লিয়ার করেন আরামবাগের ডিফেন্ডাররা। ৯ মিনিটে ডানপ্রান্ত থেকে ইংলিশ ফরোয়ার্ড লি টাকের ফ্রি কিক থেকে জুয়েল রানার হেড কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন মিতুল। তবে ১১ মিনিটে রক্ষণের ভুলেই গোল হজম করে আরামবাগ। আবদুল্লাহর মিস পাস থেকে বল পেয়ে যান লি টাক। বক্স লাইনের কাছ থেকেই বাঁ পায়ের তীব্র শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি (১-০)। পরের মিনিটে আবাহনীর ডিফেন্ডার প্রাণতোষ কুমার দাশের মিস পাসে বল পেয়ে যান আরামবাগ ফরোয়ার্ড জাফর ইকবাল। বল পোস্টের বাইরে মেরে সহজ সুযোগ নষ্ট করেন তিনি। ৫০ মিনিটে বক্সের ৩০ গজ দূরে ফ্রি কিক পায় আরামবাগ। নাইজিরিয়ান কেস্টার এ্যাকনের মাপা শট পোস্টের খুব কাছেই পড়ে। গোলরক্ষক বল ক্লিয়ার করেন। পরের মিনিটে বাঁপ্রান্ত থেকে আরামবাগের ক্যামেরুনের মিডফিল্ডার ইয়োকো স্যামনিকের বাড়িয়ে দেয়া বলে দারুণ এক শট নেন ফরোয়ার্ড জাফর ইকবাল। কিন্তু গোলরক্ষক শহীদুল আলম সোহেল দক্ষতার সঙ্গে ফিস্ট করে ফিরিয়ে দেন বল। ৫৬ মিনিটে বক্সের ভেতর বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন আরামবাগের ফরোয়ার্ড আবু সুফিয়ান। তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সোহেল। ৬০ মিনিটে মাঝমাঠ থেকে কেস্টার এ্যাকনের থ্রু পাস বক্সের মধ্যে বল নিয়ে গিয়েও বাইরে মেরে দেন আরামবাগের ইয়োকো। শেষ পর্যন্ত ওই স্কোরেই খেলা শেষ হলে শিরোপা জয়ের আনন্দে উল্লাসে মাতে আবাহনী। আরামবাগ ফেডারেশন কাপের তিনটি ফাইনালে উঠেও (১৯৯৭, ২০০১ ও ২০১৬) জিততে পারল না! অথচ এই টুর্নামেন্টে ফাইনালের আগ পর্যন্ত তারাই ছিল একমাত্র অপরাজিত দল। আসরের সবচেয়ে আলোচিত দল ছিল তারাই। পাঁচ বছর পর যেকোন পর্যায়ে আবারও শিরোপা জিতল আবাহনী লিমিটেড। ২০১১ সালে সর্বশেষ সুপার কাপ জিতেছিল তারা। আর ফেডারেশন কাপ জিতল ছয় বছর পর। ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা শেখ জামালকে হারিয়ে।
×