ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৪.৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৬:০৪, ২৮ জুন ২০১৬

চট্টগ্রামে ৪.৭ মাত্রার ভূমিকম্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্দরনগরী চট্টগ্রামে ৪ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৬টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চট্টগ্রামের মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ট থেকে মাত্র ১০ কিলোমিটার। আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর শাহেদুর রহমান জানান, বিকেল পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর আসেনি। ফায়ার সার্ভিস থেকে খোঁজখবর নেয়া হয়েছে কোথাও কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে নগরীর ভবনগুলো কিছুক্ষণ ধরে দুলছিল। এ সময় অনেক মানুষকে ভবন থেকে বেরিয়ে সড়কে অবস্থান করতে দেখা গেছে।
×