ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় সাময়িক বহিস্কার ৫॥ তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৩:০০, ২৭ জুন ২০১৬

জাবিতে সাংবাদিককে মারধরের ঘটনায় সাময়িক বহিস্কার ৫॥ তদন্ত কমিটি গঠন

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে দুই সংবাদিককে মারধরের ঘটনায় ৫ জনকে সাময়িক বহিস্কার ও তদন্ত কমিটি গঠন করেছে জাবি প্রশাসন। সোমবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের জরুরী সিন্ডকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিডিপ্রেসডটনেটের জাবি প্রতিনিধি আবু রায়হানকে মারধরের ঘটনায় সাময়িক বহিস্কৃতরা হলেন শরীফ হোসেন লস্কর (নৃবিজ্ঞান,৪২ ব্যাচ) ও রিয়াজুল ইসলাম (বাংলা, ৪৪ ব্যাচ) এবং বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহকারী সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় সাময়িক বহিস্কৃতরা হলেন মহিতোষ রায় টিটো (ইতিহাস, ৪০ ব্যাচ), ইকরাম নাহিদ(পরিসংখ্যান,৪৩ ব্যাচ) ও জি এম একরামউদ্দিন অমি (মার্কেটিং, ৪০ ব্যাচ)। অন্যদিকে এই দুই ঘটনার যথাযথ তদন্তের জন্য অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বহিস্কার ও তদন্ত কমিটি ঘঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জাবির রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। জানা যায়, গত ৫ই জুন সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল শাখার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নওশাদ আলম অনিকের অনুসারী ছাত্রলীগ কর্মী শরীফ হোসেন লষ্কর (নৃবিজ্ঞান বিভাগ, ৪২ ব্যাচ) এর নেতৃত্বে রিয়াজুল ইসলামসহ (বাংলা বিভাগ, ৪৪ ব্যাচ) সহ বহিরাগত কয়েকজন মিলে বিশমাইলের পানির ট্যাংকির কাছে আবু রায়হানের উপর অতর্কিত হামলা চালায়। এতে বিডি প্রেস ডট নেট এর জাবি প্রতিনিধি আবু রায়হান মারাত্বকভাবে আহত হন। অন্যদিকে ৮ই জুন রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে এক ছেলে ও এক মেয়েকে ধরে ক্যাম্পাসের ভেতরের নিরাপত্তা চৌকিতে নিয়ে আসে বেশকিছু সাধারণ শিক্ষার্থী। এক পর্যায়ে ছেলেটাকে সবার কাছ থেকে আদালা করে বাহিরে নিতে চায় ছাত্রলীগ নেতা মহিতোষ রায় টিটু। এসময় সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জাবি প্রতিনিধি শফিকুল ইসলাম ছাত্রলীগ নেতা টিটুকে বাধা দিলে উত্তেজিত হয়ে ছাত্রলীগ নেতা টিটু তার সাথে থাকা কর্মীদের সাথে নিয়ে লোহার রড দিয়ে শফিককে ব্যাপক মারধর করে। এই দুই হামলার ঘটনায় বিচারের জন্য জরুরী সিন্ডিকেট সভা ডাকে জাবি প্রশাসন। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫ জনকে সাময়িক বহিস্কার করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়।
×