ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন হাজার কোটি ডলারের মাইলফলকে রিজার্ভ

প্রকাশিত: ০৭:৩৫, ২৭ জুন ২০১৬

তিন হাজার কোটি ডলারের মাইলফলকে রিজার্ভ

বিশেষ প্রতিনিধি ॥ আন্তর্জাতিক হ্যাকার চক্রের চুরি সত্ত্বেও আরও একটি মাইলফলক অর্জন করতে যাচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দু’একদিনের মধ্যেই এই রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার বা ৩০০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, রবিবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। ইন্টারন্যাশনাল হলিডে হওয়ায় রবিবার রিজার্ভে কোন অর্থ যোগ হয়নি। ফলে সোমবার, মঙ্গলবার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াবে বলে আশা করা হচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ এবং রফতানি আয়ের ইতিবাচক ধারার কারণে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশের রিজার্ভ বাড়ছে। এছাড়া জ্বালানি তেল ও খাদ্যপণ্য আমদানি খাতে খরচ কম হওয়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে। তবে গত কিছু দিন ধরে রেমিটেন্স প্রবাহে ধীরগতি চললেও রফতানি আয়ে ভাল প্রবৃদ্ধি হচ্ছে। আর সন্তোষজনক রিজার্ভ আছে বলেই পদ্মা সেতু নির্মাণে বিদেশী কেনাকাটায় বিল পরিশাধে কোন সমস্যা হচ্ছে না। উল্লেখ্য, বর্তমানে ভারতের রিজার্ভের পরিমাণ ৩৬০ বিলিয়ন ডলারের উপরে। আর পাকিস্তানের ২১ বিলিয়ন ডলার।
×