ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আনারসের পাতায় চামড়া

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ জুন ২০১৬

আনারসের পাতায় চামড়া

পশুর চামড়া দিয়ে সাধারণত ফ্যাশনেবল ব্যাগ, জুতা ইত্যাদি তৈরি হয়। বিষয়টি নিয়ে প্রাণী অধিকার কর্মীদের শোরগোলের শেষ নেই। এই সমস্যা সমাধান বিজ্ঞানীরা প্লাস্টিক দিয়ে এক ধরনের কৃত্রিম চামড়া তৈরি করেন। এতেও ততটা কাজ হয়নি। কারণ প্লাস্টিকের চামড়া দিয়ে ব্যাগ, জুতা ইত্যাদি তৈরি করলে তা টেকসই হয় না। বিষয়টির সমাধানে গবেষণায় নামেন ডক্টর কারমেন হিজোসা নামে এক বিজ্ঞানী। কয়েক যুগ ধরে চালানো এক গবেষণায় তিনি সফল হন। আনারসের পাতা দিয়ে তিনি এমন এক ধরনের চামড়া আবিষ্কার করতে সক্ষম হয়েছেন যা দিয়ে তৈরি ব্যাগ ও জুতা ঠিক আসল চামড়ার মতোই। আবার এই চামড়া শতভাগ পরিবেশবান্ধব। আনারসের পাতা দিয়ে তৈরি বলে তিনি এই চামড়ার নাম দিয়েছেন পিনাটেক্স লেদার। সম্প্রতি রয়্যাল কলেজ আর্ট অব লন্ডনে এই চামড়া দিয়ে তৈরি বিভিন্ন জিনিসের প্রদর্শনী হয়। বিষয়টি জানার পর দর্শনার্থীরা এগুলো আগ্রহ নিয়ে দেখেন। কারমেন হিজোসা বলেন, এই চামড়ার উন্নয়নে আরও গবেষণা প্রয়োজন। বাণিজ্যিকভাবে এই চামড়ার ব্যবহার বাড়াতে কাজ চলছে। তিনি বলেন, আমরা পশুর চামড়ার বিকল্প হিসেবে বিশ্বব্যাপী এই চামড়াকে পরিচিত করতে চাই। অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×