ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সবুজ শিল্প সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী কোরিয়া গেলেন

প্রকাশিত: ০৪:২৮, ২৭ জুন ২০১৬

সবুজ শিল্প সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী কোরিয়া গেলেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ চতুর্থ সুবজ শিল্প সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শিল্পমন্ত্রী শনিবার রাতে কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ২৮ থেকে ৩০ জুন কোরিয়ার উলসানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার উলসান মেট্রোপলিটন সিটি, কোরিয়া সরকারের বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়, কোরিয়ান আন্তর্জাতিক সহায়তা সংস্থা এবং জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনে ‘টেকসই শহরের জন্য সবুজ শিল্প’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা হবে। এতে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ইথিওপিয়া এর শিল্প ও বাণিজ্যমন্ত্রী, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সরকার ও শিল্প প্রতিনিধি, নগরবিদ, শিক্ষাবিদ, পরিবেশ বিশেষজ্ঞ ও সুশীল সমাজসহ প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। তারা শিল্প ও নগরের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, দক্ষতা, সম্পদ, সবুজ প্রযুক্তি এবং ইকো-উদ্ভাবনের বিষয়ে মতবিনিময় করবেন।
×