ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জামিনে এসে ফের হামলা-লুট ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০২, ২৭ জুন ২০১৬

জামিনে এসে ফের হামলা-লুট ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৬ জুন ॥ মামলার আসামিরা জামিনে এসে রবিবার ভোরে আবারও হামলা করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে নিঃস্ব করে দিয়েছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোলচরী পাতারচর গ্রামের দিনমজুর ইসমাইল হাওলাদারের পরিবারকে। এ পরিবারটি এখন পথে বসেছে। সন্ত্রাসীরা ইসমাইল হাওলাদারের ঘর ভাংচুর করে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এদিকে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে কোলচরী পাতারচর গ্রামের কয়েক শ’ নারী-পুরুষ রবিবার সকালে এলাকায় বিক্ষোভ করেছেন। গোসাইরহাট উপজেলার কোলচরী পাতারচর গ্রামের আব্দুর রহমান মোল্লা, বিল্লাল হোসেন, জামাল হাওলাদার, উম্বিয়া বেগম, মহসিন মিয়াসহ প্রত্যক্ষদর্শীরা জানান, জমিসংক্রন্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল পৌনে ৮টায় স্থানীয় সন্ত্রাসী ইসহাক হাওলাদার, আবুল হোসেন হাওলাদার ও ভাড়াটে সন্ত্রাসী আজিজুল শিকদার, মোহাম্মদ হোসেন, শাহাবুদ্দিন, রমিজল শিকদার, তমিজল শিকদার, শফি শিকদার, সোহেল হাওলাদার ও নুরুল হক শিকদারের নেতৃত্বে ৩০-৩৫ সন্ত্রাসী রামদা, ছেনদা, টেঁটা, ঢাল-সড়কিসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের ইসমাইল হাওলাদারের বাড়িতে চড়াও হয়। সন্ত্রাসীরা বাড়ির মালিক ইসমাইল হাওলাদার, তার স্ত্রী ফরিদা বেগম, ছেলে ইব্রাহীম, ছোট ভাইয়ের স্ত্রী আকলিমা, আরেক ভাইয়ের স্ত্রী ছালমা বেগমসহ একই পরিবারের আট জনকে ধারালো রামদা ও ছেনদা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আহতরা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় ইসমাইল হাওলাদার বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মঙ্গলবার গোসাইরহাট থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত ১৪ আসামি বুধবার শরীয়তপুরের আদালত থেকে জামিন গ্রহণ করে।
×