ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ফকির আলমগীরের একক সঙ্গীতানুষ্ঠান

প্রকাশিত: ০৩:৫০, ২৭ জুন ২০১৬

বিটিভিতে ফকির আলমগীরের একক সঙ্গীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ এবার ঈদে বিভিটির বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের একক সঙ্গীতানুষ্ঠান ‘সখিনার স্বপ্ন’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহরিয়ার এবং উপস্থাপনায় রয়েছেন মৃদুলা মতিন। শনিবার অনুষ্ঠানটির দৃশ্য ধারণ ও রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান, শিল্পী ফকির আলমগীর। তিনি বলেন, আমি সবসময় মেহনতী মানুষের গান করি। এবার ঈদেও তার ব্যত্যয় ঘটেনি। মোট পাঁচটি গান নিয়ে ‘সখিনার স্বপ্ন’ অনুষ্ঠান। গানগুলোতে সব সখিনাদের সুখ-দুঃখের আলেখ্য রচিত হয়েছে। অনুষ্ঠানে আমি সখিনাদের প্রতিকী সত্তায় তাদের দুখঃ-দারিদ্র্যকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি প্রায় ৭ বছর ধরে ঈদে একক প্রোগ্রাম করি। এবার ঈদে সখিনাদের সর্বশেষ অবস্থান শ্রোতারা জানতে পারবে আমার গানের মধ্যদিয়ে। এবার ঈদ আমি ঢাকাতেই করব এবং বিটিভি ছাড়াও বেশ কয়েকটি চ্যানেলে আমার ঈদের প্রোগ্রাম রয়েছে। ‘সখিনার স্বপ্ন’ অনুষ্ঠানের গানগুলো হচ্ছে- রাত দশটার পরে রাজপথে নির্জনে (কথা- হারুণ অর রশীদ, সুর ফকির আলমগীর), মোর সখিনার কপালের টিপ (কথা- নুরুজ্জামান শেখ, সুর ফকির আলমগীর), মায়ের একধার দুধের দাম (কথা- সংগ্রহ, সুর ফকির আলমগীর), কামেলেরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে (কথা ও সুর সংগ্রহ) ও ও সখিনা গ্যাছস কিনা ভুইল্যা আমারে (কথা আলতাফ আলী, সুর ফকির আলমগীর)।
×