ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারের শীর্ষ ইয়াবা সম্রাট ৫দিনের রিমান্ডে

প্রকাশিত: ০১:৪০, ২৬ জুন ২০১৬

কক্সবাজারের শীর্ষ ইয়াবা সম্রাট ৫দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও সীমান্ত এলাকার ডন খ্যাত বকতার আহমদ প্রকাশ ইয়াবা বকতার অবশেষে দুই কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ঢাকায় গোয়েন্দার জালে আটকা পড়েছে। খিলক্ষেত থানা পুলিশ রবিবার ইয়াবা বকতারকে সিএমএম আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড প্রার্থনা করলে আদালতের হাকিম শুনানী শেষে ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার কক্সবাজার বিমান বন্দর হয়ে ইয়াবার চালানসহ ঢাকায় পৌছে প্রাইভেট কার গাড়িতে চড়ে পালানোর সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সন্দেহ হয়। তারা পিছু নেয় ওই গাড়ির। অবশেষে ২কোটি টাকা মূল্যের ইয়াবা (৫০হাজার পিচ) সহ উখিয়ার বালুখালী গ্রামের আবদুল মজিদের পুত্র বকতার আহমদ প্রকাশ ইয়াবা বকতার ও কার চালক নুরুল আমিন টিটুসহ দুই চোরাচালানিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। দুইজনকে খিলক্ষেত থানায় সোপর্দ করে ডিবি। থানা পুলিশ বিষদ তদন্তের স্বার্থে রবিবার সিএমএম আদালতে হাজির করে আসামীদের ১০দিন করে রিমান্ডের আবেদন জানায়। আদালত ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সূত্র জানায়, কক্সবাজারের উখিয়ার পালংখালীর সদ্য ইউপি নির্বাচনে অঢেল টাকা খরচ করে বালুখালী ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়েছেন বকতার আহমদ প্রকাশ ইয়াবা বকতার। সম্প্রতি শপথ বাক্যও পাঠ করেছেন তিনি। তারপরও ইয়াবা ব্যবসার চালানের মায়া ত্যাগ করতে পারেনি বকতার মেম্বার। রবিবার সন্ধ্যায় বালুখালীর পানবাজার এলাকায় অনেকে বলে বেড়ান হায়রে কপাল মন্দ....। স্থানীয়রা বলছেন, প্রবাদ আছে লোভে পাপ, পাপে...। অর্থাৎ অতীতে যার কোন সহায় সম্বল বলতে কিছুই ছিলনা। বর্তমানে তার রয়েছে ২৭টি চেয়ারকোচ, নির্মাণাধীন একাধিক দালান। বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার জমি জমা। তারপরও লোভ ছাড়তে না পারায় বকতারের এ পরিণতি হয়েছে।
×