ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদযাত্রা নিবিঘ্ন করতে শিমুলিয়া ঘাটে ৫শ’ পুলিশ মোতায়েন

প্রকাশিত: ০১:২৭, ২৬ জুন ২০১৬

ঈদযাত্রা নিবিঘ্ন করতে শিমুলিয়া ঘাটে ৫শ’ পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিবিঘ্ন করতে নতুন পরিকল্পনা নেয়া হয়েছে। রবিবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়ে বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়ায় যাতে ঘরমুখো মানুষের কষ্ট না হয় সেজন্য এই পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আকস্মিক শনিবার মধ্য রাত পর্যন্ত তিনি সেখানে সাদা পোষাকে অবস্থান করেন। সেখানে নানা বিষয় চিহ্নিত করেছেন। বাস ও স্পিট বোড অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে ব্যাপারে পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সিরিয়ালের নামে কিংবা কোনভাবেই চাঁদা আদায় হবেনা। সড়ক দুর্ঘটনা এবং নৌ দুর্ঘটনারোধেও আইন শৃঙ্খলাবাহিনী সজাগ রয়েছে। রবিবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম শওকত আলম মজুমদার। সভায় মাদপলা আগ্রাসন, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট, স্কুল ছাত্রী টুম্পা অপহরণ, মসজিদের মাটির খোরার সময় কলসের ভেতরে পুরনো বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার, মেঘনা সেতুতে ঘনঘন যানবাহন বিকল হয়ে মহাসড়ক অচল, জেলা খানার অভ্যন্তরে মাদক প্রবেশ, গ্যাস সঙ্কট, খাদ্যে ভেজাল, বল্লাল সেনের দিঘি, সাতারু ব্রজেন দাস, সাহিত্যিক সত্যেন সেন, মানিক বন্দ্যোপধ্যায় ও বুদ্ধদেব বসুর বাড়ি বেদখল নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, আ’লীগের সহসভাপতি সহভাপতি মো. তোফাজ্জল হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়াম্যান মেহেরুন্নেসা নাজমা, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান, এ্যাডভোকেট গোলাম মাওলা তপন, শম কামাল। এছাড়াও ইউএনও, সহকারী পুলিশ সুপার, ওসিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগন আলোচনা করেন।
×