ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৬ মুক্তিযোদ্ধাকে ভাতা দিতে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০১:০৭, ২৬ জুন ২০১৬

১৬ মুক্তিযোদ্ধাকে ভাতা দিতে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহীর বাঘা উপজেলার ১৬ জন মুক্তিযোদ্ধাকে কেন গেজেটভুক্ত করা হবে না এবং ভাতা দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর রায়। পরে আইনজীবী ই্উনুছ আলী আকন্দ জানান, রাজশাহীর বাঘা উপজেলার মো. মাজদার রহমান, মোতালেব হোসেন, জামাল উদ্দিন, আবু বক্কার সিদ্দিক, লাল চাঁন, আবু রায়হান, নূর হোসাইন, আনিসুর রহমান, আফসার আলী, কামারুজ্জামান, আব্দুল আজিজ মিয়া, ইনছাব আলী, আব্দুল মজিদ, জমসেদ মন্ডল, আফসার আলী, আব্দুল কুদ্দুস সরকার; এই ১৬ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটে না থাকায় ২০১৬ সাল থেকে তাদের ভাতা বন্ধ হয়ে যায়। এসব মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করতে ও ভাতা চালু করতে গত ১৯ জুন হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা মাজদার রহমান।
×