ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে বাউফলের সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ০০:৩১, ২৬ জুন ২০১৬

আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে বাউফলের সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির দুই সদস্য কর্তৃক বাউফলের ৫ সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন বাউফল সাংবাদিক ঐক্য পরিষদ। আজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ওই স্মারকলিপি দেয়া হয়। একই সাথে স্থানীয় এমপি ও জাতীয় সংসদের চীফ হুইপ, জেলা জজ, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, জেলা আইনজীবী সমিতি, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরেও ওই স্মারকলিপি পাঠানো হয়েছে। গত ১১ জুন বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালনকালে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট বাদশা আলম ও তার ভাই ভাই এ্যাডভোকেট বশির আলম ও তাদের কয়েক সহযোগিরা বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক অহিদুজ্জামান ডিউকসহ ৫ সাংবাদিকের উপর হামলা করে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়া সাংবাদিকদের মামলায় দিয়ে জেল খাটাবেন বলে হুমকি দেন। বাউফল সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারপার্সন দৈনিক ভোরের কাগজের বাউফল প্রতিনিধি অতুল চন্দ্র পাল জানান, বাউফলে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে এই পরিষদ কাজ করছে। একজন সচেতন নাগরিক কর্তৃক সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত। এঘটনার বিচার চেয়েই স্মারকলিপি দেয়া হয়েছে। ৩০ জুনের মধ্যে এঘটনার বিচার না পেলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।
×