ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশিত: ২১:০৫, ২৬ জুন ২০১৬

গাইবান্ধায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সাত উপজেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। দোকানদারা ক্রেতাদের আকর্ষণ করানোর জন্য সবধরণের বাহারী পোষাক দোকানে রেখেছে। বিশেষ করে শহরের মার্কেটেই এখন ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। দাম একটু বেশি হলেও পছন্দ মত কাপড় কিনতে পেয়ে ক্রেতারা অনেক খুশি এবং বিক্রেতারাও আশানুরূপ বিক্রি করতে পেরে আনন্দ প্রকাশ করছে। আর মাত্র কয়েকদিন পরেই ইদুল ফিতর। ঈদ যতই কাছে আসছে, ততই যেন ঈদের কেনাকাটা বাড়ছে। গাইবান্ধা জেলা শহরের সালিমার সুপার মার্কেট, তরফদার ম্যানশন, মিনাবাজার, ইসলাম প্লাজা, পৌর মার্কেট, প্রাণগোবিন্দ প্লাজাসহ সব কয়টি মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। সারাদিন প্রচন্ড গরম থাকায় দিনের বেলায় ভীর কম থাকলেও রাতে শহরের মার্কেট গুলোতে ক্রেতারা ভীঢ় করছেন বেশি। থ্রি পিচ, শাড়ি, জামা-কাপড়, শার্ট-প্যান্ট-পাঞ্জাবী, জুতা-স্যান্ডেলের দোকানে প্রচুর ভীড়। বাদ যায়নি কসমেটিকের দোকানেও। দর্জিরা এখন অনেক ব্যস্ত। কাজের চাপে অনেক দর্জি অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন। তবে রেডিমেট কাপড়ের দোকানগুলোতেই গভীর রাত পর্যন্ত বিক্রি চলছে। ঈদের রাত পর্যন্ত এভাবে বিক্রি চলবে বলে বিক্রেতারা আশা করছেন।
×