ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

প্রকাশিত: ২০:৫৭, ২৬ জুন ২০১৬

নড়াইলে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘‘ শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হ’ল, তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উদ্যোগে দিবসটি পালন করা হয়। আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সঞ্জীত কুমার সাহা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়শা জান্নাত তামান্না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের পরিদর্শক মোঃ মোজাফফর হোসেন শাহ্, এ্যাডভোকেট রওশন আরা কবির লিলি প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
×