ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেনীতে ঈদবাজার জমে উঠেছে

প্রকাশিত: ২০:৫১, ২৬ জুন ২০১৬

ফেনীতে ঈদবাজার জমে উঠেছে

নিজস্ব সংবাদদাতা ফেনী ॥ ফেনীতে নিম্ন আয়ের, মধ্যবিত্ত, অবস্থাপন্ন ও উচ্চ বিত্তের মানুষের শ্রেনী অনুযায়ী ফুটপাত থেকে শুরু করে সুপার মার্কেট, শপিংমল গুলিতে ঈদের বাজার জমে উঠেছে।শহরের রাজাঝির দিঘীর পড়ের টংঘরের দোকানীরা যেমন ক্রেতার মনতুষ্টির জন্য ব্যস্ত সময় পার করছেন তেমনী সুপার মার্কেট ও শপিংমলের দোকান কমচারীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতার পছন্দ অনুযায়ী পন্য দেখাতে। অপর দিকে সুপার মার্কেট ও শপিংমল গুলিতে এ প্রথম ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পন্যের পইকারী ও খুচরা মূল্য যাচাই করে ক্রেতাকে আথিকভাবে ক্ষতিকরার বিষয়টি জনসম্মুখে বের করে আনেন। পাইকারী বাজার থেকে ১ টি জামা ১৬ হাজার টাকায় কিনে শপিংমলে তার দাম একদর শ্টিকার লাগিয়ে টোকেন লাগানো হয়েচে ২৯ হাজার টাকা। ভ্রাম্যমান আদালত নিবার্হী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা প্রথম অভিযানে দোকান মালিকদের মাত্রাতিরিক্ত লাভের লোভ ছেড়ে দেয়ার জন্য বলেছেন।অন্যথায় পরবর্তী অভিযানে এ ব্যপারে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন।। ঈদবাজারে ক্রেতাদের ভিড় থাকলেও দোকানীরা বলছে গতবারের চেয়ে এবার বেচাকনো অনেক কম।
×