ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লাষ্টিক গুড়া করার কারখানায় মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগ

প্রকাশিত: ২০:৩৯, ২৬ জুন ২০১৬

প্লাষ্টিক গুড়া করার কারখানায় মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্লাষ্টিক গুড়া করা কারখানার বিকট শব্দ, কালোধোয়া ও বজ্যের মাধ্যমে এলাকার পরিবেশ দূষণের অভিযোগে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার পশ্চিম আশোকাঠী মহল্লার। এলাকাবাসীর পক্ষে দেয়া অভিযোগে জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর আশোকাঠী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় জনৈক মজিবর রহমান নামের এক ব্যবসায়ী অতিসম্প্রতি প্লাষ্টিক গুড়া করার কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। কারখানার বিষাক্ত বজ্যের কারণে ওই এলাকার একাধিক পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এছাড়াও পুকুরের পানি ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে। কারখানার বিকট শব্দে এবং কালোধোয়ায় এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়া বিঘœসহ পরিবেশ দূষিত হচ্ছে। প্লাষ্টিকের খালি বোতলসহ কারখানার নানা উপকরণ মহাসড়কের পাশে স্তুপ করে রাখায় ওই এলাকায় প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা লেগেই রয়েছে। তাই পরিবেশ দূষনকারী কারখানাটি অপসারনের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন।
×