ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে অপহরণের সাতদিন পর স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশিত: ২০:৩৮, ২৬ জুন ২০১৬

বরিশালে অপহরণের সাতদিন পর স্কুলছাত্রী উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অপহরণের সাতদিন পর জেলার গৌরনদী উপজেলার মেদাকুল গ্রাম থেকে অপহৃতা এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী ইয়াসিন আরাফাতকে (১৯) গ্রেফতার করা হয়। আজ রবিবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য উদ্ধারকৃত স্কুলছাত্রীকে শেবাচিম হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি দেয়ার জন্য বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, উপজেলার বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রীকে গত ১৮ জুন সকালে কৌশলে অপহরণ করে পশ্চিম বয়সা গ্রামের মৃত জালাল চৌকিদারের পুত্র ইয়াসিন আরাফাত। এ ব্যাপারে অপহৃতার মা সানজিলা বেগম বাদি হয়ে শুক্রবার বিকেলে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মেদাকুল গ্রামে অভিযান চালিয়ে অপহৃতা স্কুলছাত্রী তারিনকে উদ্ধার ও অপহরণকারী ইয়াসিন আরাফাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×