ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে চুরির অপবাদে বাবা ছেলে ও মেয়েকে নির্যাতন

প্রকাশিত: ২০:৩৮, ২৬ জুন ২০১৬

বরিশালে চুরির অপবাদে বাবা ছেলে ও মেয়েকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চুরির অপবাদে কতিথ সালিশ বৈঠকে বাবা, স্কুল পড়–য়া ছেলে ও কলেজ পড়–য়া মেয়েকে শারীরীক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্যের নেতৃত্বে প্রভাবশালী গ্রাম্য মাতুব্বরদের এ নির্মম নির্যাতনের ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার আমবাড়ি গ্রামে। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিত পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের পংকজ জয়ধরের বসত ঘরে গত তিনদিন পূর্বে টাকা চুরির ঘটনা ঘটে। ওই চুরির ঘটনায় শুক্রবার রাতে পংকজ জয়ধরের বাড়িতে স্থানীয় ইউপি সদস্য ভোলা নাথ পান্ডের নেতৃত্বে কতিথ সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশে পাশের বাড়ির সুভাষ হালদারের পুত্র ও ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র চিন্ময় হালদারকে চোরের অপবাদ দিয়ে ইউপি সদস্য ভোলা নাথ পান্ডের হুকুমে চিন্ময়কে মারধর শুরু করে স্থানীয় পুলক বৈষ্ণব, পরিমর হালদারসহ গ্রাম্য মাতুব্বররা। এ সময় চিন্ময়ের বাবা সুভাষ হালদার ও তার কলেজ পড়–য়া মেয়ে মনিকা হালদার চিন্ময়কে রক্ষায় এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করা হয়। আহত তিনজনকে রাতেই স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে ইউপি সদস্য ভোলা নাথ পান্ডে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, সলিশ বৈঠকের সময় চিন্ময় হালদারের কাছ থেকে কোন মালামাল উদ্ধার করা হয়নি।
×