ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরের পীরগঞ্জে পৌরসভার যাত্রা শুরু

প্রকাশিত: ১৯:২৯, ২৬ জুন ২০১৬

রংপুরের পীরগঞ্জে পৌরসভার যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুড় বাড়ি রংপুরের পীরগঞ্জে পৌরসভার কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসক নিয়োগ এবং পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে পীরগঞ্জ পৌরসভার যাত্রা শুরু করা হয় আজ রবিবার হতে। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত বৃহ¯পতিবার(২৩জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পীরগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রশাসকসহ ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নুরুল ইসলাম, কামরুল হাসান, নুরুল আমীন, আবু জালাল, তাজিমুল ইসলাম, খলিলুর রহমান, আবদুস সোবহান, আনিছার রহমান মন্ডল, আনোয়ারুল ইসলাম, রোজী বেগম, সাবিনা ইয়াসমিন ও রোজিনা বেগম। পীরগঞ্জ উপজেলার ইউএনও এস এম মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান নবগঠিত পীরগঞ্জ পৌরসভা নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি পৌরসভার কার্যক্রম পরিচালনা করবে। পীরগঞ্জ সদর ইউনিয়ন এবং রায়পুর ও রামনাথপুর ইউনিয়নের কিছু এলাকা নিয়ে এই পৌরসভা গঠন করা হয়। নয়টি ওয়ার্ডে বিভক্ত নতুন এ পৌরসভার ভোটার প্রায় ২৫ হাজার। প্রসঙ্গতঃ পীরগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুড় বাড়ি ও নির্বাচনী এলাকা। পৌরসভা গঠন ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি।
×