ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনে বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ১৮:২৭, ২৬ জুন ২০১৬

সুন্দরবনে বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক ॥ প্রায় দুই মাস পর আজ থেকে উঠে যাচ্ছে সুন্দরবনের পূর্ব অংশে বনজীবীদের প্রবেশের নিষেধাজ্ঞা। আজ তা তুলে নিচ্ছে বন বিভাগ। বন সংরক্ষক জহিরুদ্দিন আহমেদ জানিয়েছেন, “ সুন্দরবনের উপর হাজার হাজার মানুষের জীবিকা নির্ভর করে। তাদের কর্মসংস্থানের অন্য কোন উপায় না থাকায় সুন্দরবনে প্রবেশের সিদ্ধান্ত আগের মতো স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হচ্ছে” কয়েক দফা আগুন লাগার পর গত ২৯ এপ্রিল থেকে পূর্ব সুন্দরবনে বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। আগুন লাগার পর বন বিভাগ গঠিত তদন্ত কমিটি আগুন লাগানোর ক্ষেত্রে লোকালয়ের কিছু দুর্বৃত্তের সম্পৃক্ততাও পেয়েছিলেন। এখন সেরকম কিছু আবার হতে পারে কিনা সে প্রশ্নের জবাবে বন সংরক্ষক বলেন, এখন অনেক বৃষ্টি হয়ে গেছে তাতে আগুন লাগার আপাতত আর কোন সম্ভাবনা নেই। সুন্দরবনে মাছ ও মধু সংগ্রহ করে জীবিকা চলে বহু মানুষের। জীবিকা ফিরে না পেলে তারা অবৈধ কোন কর্মকাণ্ডে জড়িত হয়ে যেতে পারে সেটি মাথায় রেখেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মি আহমেদ। সূত্র : বিবিসি বাংলা
×