ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ জুন ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

আজ দ্বাদশ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্লোত্তর নিয়ে পড়াশোনা করব। ১. নভোম-লীয় বস্তু কী? উত্তর : মহাবিশ্বের সকল কিছু হলো নভোম-লীয় বস্তু। ২. কী নিয়ে মহাবিশ্ব গঠিত? উত্তর : সূর্য, চাঁদ, তারা, গ্রহ, মহাকাশ, গ্যালাক্সি ইত্যাদি নিয়ে। ৩. মহাশূন্য কাকে বলে? উত্তর : গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি মাঝখানে যে খালি জায়গা তাকে মহাশূন্য বলে। ৪. মহাকাশ কতদূর বিস্তৃত? উত্তর : দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর দৃষ্টিসীমার বাইরের অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ও গ্যালাক্সির সন্ধান পাওয়া গেল। এরপর থেকে সিদ্ধান্ত হলো যে, মহাবিশ্বের কোন সীমা নেই। ৫. গ্যালাক্সি কী? উত্তর : সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ তাকে গ্যালাক্সি বলে। ৬. এক সেকেন্ড আলোর দূরত্ব কত? উত্তর : আলো এক সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। ৭. পৃথিবী ও সূর্যের দূরত্ব কত? উত্তর : পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। ৮. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিটের একটু বেশি প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে। ৯. বিগব্যাঙ তত্ত্বটি কী? উত্তর : এই তত্ত্বমতে, মহাবিশ্ব এক সময় অত্যন্ত উত্তপ্ত ও ঘনরূপে বা ঘন অবস্থায় ছিল যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠা-া হয়ে যায় এবং বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। ১০. বর্তমান কালের কোন বিজ্ঞানী বিগব্যাঙ তত্ত্বটির পক্ষে যুক্তি দেন? উত্তর : বর্তমানের বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং বিগব্যাঙ এর পক্ষে যুক্তি এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন। ১১. সূর্য থেকে নিকটবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে কত সময় লাগে? উত্তর : সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টোরিতে আলো পৌঁছাতে ৪ বছরের বেশি সময় লাগে। ১২. মহাকাশ বা মহাশূন্যের শুরু ও শেষ কোথায়? উত্তর : বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অধিকাংশ বিজ্ঞানীরা মনে করেন যে, পৃথিবী থেকে ১৬০ কি.মি. উচ্চতায় বায়ুম-ল শেষ এবং মহাকাশের শুরু এবং এর কোন শেষ নেই। ১৩. কোন কোন গ্রহের কয়টি উপগ্রহ আছে? উত্তর : পৃথিবীর ১টি, মঙ্গলের ২টি, বৃহস্পতির ৬৩টি, শনির ৩৪টি, ইউরোনাসের ২৭টি এবং নেপচুনের ১৩টি উপগ্রহ আছে। ১৪. কবে মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপের সূচনা হয়েছিল? উত্তর : ১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর। ১৫. প্রথম মহাকাশ যাত্রীর নাম কী? উত্তর : সোভিয়েত ইউনিয়নের ইউরি গগজারিন। ১৬. আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনের জন্য কত সালে এবং কি পাঠানো হয় মহাকাশে? উত্তর : আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনের জন্য অ্যাপোলে-সয়োজ টেস্ট প্রজেক্ট নামে একটি কৃত্রিম উপগ্রহ-২ ১৯৭৫ সালে প্রথম মহাকাশে পাঠানো হয়।
×