ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেধাবী মুখ

প্রকাশিত: ০৬:৫০, ২৬ জুন ২০১৬

মেধাবী মুখ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল হাসনাত মু. সোলায়মান জাপানের আইওয়াতে বিশ্ববিদ্যালয় (ওধিঃব টহরাবৎংরঃু, ঔধঢ়ধহ) হতে প্রফেসর ড. তাকাশি নিশিজাওয়া এর তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেন। ড. সোলায়মানের থিসিসের বিষয় ছিল ‘সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে আংশিক আটকিয়ে বাংলাদেশের সবজি ফসলের রোগ ও পোকামাকড় দমন।’ বেশকিছু পরিবেশ বিষয়ক ও নগর কৃষিভিত্তিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ড. মু. সোলায়মান বর্তমানে নিরাপদ সবজি উৎপাদনের নানা কৌশল ও উপায় সম্পর্কে ঢাকার আশপাশের জেলাসমূহের কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। এ ছাড়া ড. সোলায়মান গত ১০ বছর ধরে দেশীয় বিভিন্ন ঔষধি গাছের নির্যাস দিয়ে পোকামাকড় দমন নিয়ে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি তার পিএইচডি গবেষণার বিশেষ পলিথিনকে কিভাবে আরও সাশ্রয়ী করে আনা যায় এবং আঠালো রঙিন ট্রাপের ব্যবহার আরও কত সহজে বাড়ানো যায় তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। ড. সোলায়মান বিবাহিত ও যমজ সন্তানসহ তিন কন্যার পিতা। তিনি সবার কাছে দোয়াপ্রার্থী।
×