ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীন থেকে ১১ হাজার গাড়ি প্রত্যাহার করছে জাগুয়ার

প্রকাশিত: ০৬:৪১, ২৬ জুন ২০১৬

চীন থেকে ১১ হাজার গাড়ি প্রত্যাহার করছে জাগুয়ার

সেন্সরে ক্রটি থাকার কারণে চীন থেকে ১১ হাজারেরও বেশি গাড়ি প্রত্যাহার শুরু করেছে জাগুয়ার ল্যান্ড রোভার। প্রত্যাহার করা গাড়িগুলোর মধ্যে রয়েছে ৬ হাজার ৬৭টি ল্যান্ড রোভার ডিসকভারি ৪ এসইউভিএস এবং ৫ হাজার ২১৪টি রেঞ্জ রোভার মডেল। এগুলো ২০১২ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত উৎপাদন করা হয়। টাটা মোটরস-এর মালিকানাধীন গাড়ি নির্মাতা কোম্পানিটি জানিয়েছে, গাড়িগুলোর সেন্সরে ত্রুটি থাকার কারণে ঠিকমতো স্টার্ট না নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া চালানোর সময় নানাধরনের সমস্যা হওয়ার অভিযোগও রয়েছে। তবে এ কারণে কোন দুর্ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানটি আরও জানায়, ত্রুটিপূর্ণ গাড়িগুলো প্রথমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তা বিনা পয়সায় মেরামত করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার যুক্তরাষ্ট্রে দারিদ্র্যের হার বাড়বে ॥ আইএমএফ যুক্তরাষ্ট্রে যেভাবে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে, তাতে শিগগিরই দেশটিতে দারিদ্র্যের হার বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। গতবছর দেশটিতে ২৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ শতাংশে। যা ২০০৮ সালের পর সর্বনিম্ন। কর্মসংস্থান সৃষ্টির এ হারের প্রশংসা করলেও আইএমএফ বলছে, উৎপাদন কমায় দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে, পাশাপাশি কমছে আয়ও, বাড়ছে দারিদ্র্যের হার, যা আশঙ্কার কারণ। তাই অবকাঠামো খাতে বিনিয়োগ, ন্যূনতম মজুরি বাড়ালে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য আলাদা সামাজিক কিছু প্রকল্প গ্রহণের পরামর্শ দিচ্ছে দাতা সংস্থাটি। বর্তমানে দেশটির ১৫ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। -অর্থনৈতিক রিপোর্টার
×