ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাউন্ডের দাম ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন

প্রকাশিত: ০৬:৪০, ২৬ জুন ২০১৬

পাউন্ডের দাম ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকছে না ব্রিটেন। শুক্রবার সকালে গণভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ইইউতে থাকার বিপক্ষেই বেশি ভোট পড়েছে। এর তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির প্রচলিত মুদ্রা পাউন্ডের ওপর। বিবিসি জানিয়েছে, ডলারের বিপরীতে পাউন্ডের ব্যাপক পতন ঘটেছে। মুদ্রাটির দাম কমতে কমতে এক পর্যায়ে এসে ১.৩৩০৫ ডলারে ঠেকে। এই পতনের হার ১০ শতাংশের বেশি। যা ১৯৮৫ সালের পর সর্বোচ্চ। গত ৩০ বছরের মধ্যে পাউন্ডের দাম ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুধু ডলারের বিপরীতে নয়, এ খবরে ইউরোর বিপরীতেও পাউন্ডের দাম কমেছে। বর্তমানে ইউরোর বিপরীতে পাউন্ডের দাম ৭ শতাংশ কমে ১.২০৮৫ গিয়ে দাঁড়িয়েছে। ইইউতে ব্রিটেনের না থাকার খবরে ইউরোর দামও ব্যাপক পড়েছে। ডলারের বিপরীতে এর দাম কমেছে ৩.৩ শতাংশ। যা ইউরো মুদ্রা চালু হওয়ার পর একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মধ্যরাতে পাউন্ডের দাম বেড়ে ১.৫ ডলার ছিল। এর প্রেক্ষিতে ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে প্রচারকারী নাইজেল ফারাজে বলেন, ইইউতে ব্রিটেনের থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। কিন্তু ভোট গণনার প্রথম ধাপে ছেড়ে যাওয়ার পক্ষে ভোট বেশি পড়েছে। ফলে উত্তর-পূর্ব ইংল্যান্ডে পাউন্ডের দাম কমে ১.৪৩ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। যা স্থানীয় সময় বেলা ৩টার পর আরও একধাপ কমে।
×