ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাসকিন-আরাফাতের পরীক্ষা

প্রকাশিত: ০৬:১৩, ২৬ জুন ২০১৬

তাসকিন-আরাফাতের পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপেই পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং এ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করা হয়েছে তাসকিন ও আরাফাতকে। সেই ত্রুটির পরও ঢাকা লীগে ঠিকই বোলিং করে গেছেন তারা। এখন সময় এসেছে পুরোদমে তাদের বোলিং এ্যাকশন শুধরানো। ঈদের পর সেই কাজ করা হবে এবং সামনের যে সিরিজ রয়েছে, সেই সিরিজের আগেই দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেবেন তাসকিন ও আরাফাত। টি২০ বিশ্বকাপের সময়ই একবার পরীক্ষা দিয়ে ত্রুটি ধরা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়া বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিষয়ে জানতে চাইলে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের কার্যক্রমের আওতায় আরাফাত সানি ও তাসকিন আহমেদ নেই। জাতীয় দলের ম্যানেজম্যান্ট তাদের নিয়ে কাজ করছে। তাদের প্রিমিয়ার লীগের ভিডিও ফুটেজ দেখে যদি সন্তুষ্ট হওয়া যায়, একই সাথে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় তবে আগামী আন্তর্জাতিক সিরিজের আগে তারা তাদের দ্বিতীয় পরীক্ষা দিতে যাবে।’ আগামী সিরিজটি হবে অক্টোবরে। ইংল্যান্ডের বিপক্ষে। যদি এর আগে কোন সিরিজ আয়োজন করে বিসিবি, তাহলে সেই সিরিজের আগে পরীক্ষা দেবেন এ দুই ক্রিকেটার। শুধু তাসকিন ও আরাফাত নয়, বোলিং এ্যাকশনে ত্রুটি থাকা সব বোলারদের নিয়েও কাজ করার কথা বিসিবির। ঢাকা লীগ শুরু থেকেই তাদের কাজ করার কথা। কিন্তু কমিটিই গঠন করা হলো দুই ম্যাচ বাকি থাকতে। বোলিং এ্যাকশন নিয়ে আর কাজ করা হয়নি চার সদস্যের কমিটির। কমিটি গঠন করার দিন জানান হয়, বোলারদের নিয়ে এখন থেকে কাজ করবে তারা। কিন্তু দ্রুতই সেই কাজ করা হচ্ছে না। ঈদের পর গিয়ে কাজ শুরু হবে। তাও আবার বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে।
×