ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইইউ কি, জানে না ওরা !

প্রকাশিত: ০৬:০৬, ২৬ জুন ২০১৬

ইইউ কি, জানে না ওরা !

শুনতে অবাক লাগলেও সত্য, ইউরোপীয় ইউনিয়ন কি, ইইউ কি সে সম্পর্কে ওয়াকিফহাল নয় ব্রিটেনের সাধারণ মানুষ। যে কারণে বৃহস্পতিবার ঐতিহাসিক গণভোট হয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর থেকে ইন্টারনেটে তারা এ সম্পর্কে খোঁজ খবর নেয়া শুরু করে। সারা বিশ্ব যখন জেনে গেছে, ব্রিটেন ইইউ ছাড়ার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে- দেশটির অনেক লোক তখনও জানে না তারা কি বিষয়ে ভোট দিয়ে এসেছে। ইইউ জিনিসটি আসলে কি তা নিয়ে গুগলে তখন হন্যে হয়ে খোঁজা শুরু হয়ে গেছে। কারণ ৩০ বছরের মধ্যে পাউন্ডের দর ডলারের নিচে চলে গিয়ে তাদের টনক নড়তে শুরু করেছে। বিশ্বের পুঁজি ও তেলবাজারেও তার ধাক্কা ভালভাবে টের পাওয়া শুরু হয়ে গেছে। আইটিভি নিউজকে এক নারী ভোটার বলছিলেন, ‘যদিও সকালবেলা আমি ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়ে এসেছি কিন্ত এটি আমাকে এখন ভোগাতে শুরু করেছে। ফের যদি ভোট দেয়ার সুযোগ থাকত আমি থেকে যাওয়ার পক্ষেই ভোট দিতাম।’ গুগল জানিয়েছে, ‘আমরা ইইউ ছাড়লে কি হবে’ স্থানীয় সময় রাত ১টার পর থেকে এ বিষয়ে ব্যাপক সার্চ শুরু হয়। উল্লেখ্য, রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।- ওয়াশিংটন পোস্ট
×