ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজনেস রিয়েলিটি শো ফিউচার লিডারস প্রোগ্রাম চতুর্থ সিজন

প্রকাশিত: ০৪:০৭, ২৬ জুন ২০১৬

বিজনেস রিয়েলিটি শো ফিউচার লিডারস প্রোগ্রাম চতুর্থ সিজন

স্টাফ রিপোর্টার ॥ চ্যানেল আই ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ফিউচার লিডারর্স লিমিটেডের যৌথ উদ্যোগে আবারও শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের প্রথম এবং একমাত্র বিজনেস রিয়েলিটি শো ‘ফিউচার লিডারস প্রোগ্রামের চতুর্থ সিজন। এবারের বিষয় কৃষিখাত। এই অনুষ্ঠানের পাশাপাশি আরও একটি অনুষ্ঠানের সূচনা হয়েছে। ‘ইইএল’ বা ‘দি এক্সিলেন্স এন্টারপ্রেণারশিপ অব প্রোগ্রাম’ নামে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন নন গ্র্যাজুয়েটসরা। বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উদ্যোক্তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ফিউচার লিডারস লিমিটেডের প্রধান নির্বাহী নাজির আলম, অনুষ্ঠানের সহযোগী বিচারক তাসলিম আহমেদ, কলোল গ্রুপ অব কোম্পানিজের হেড অব ফিন্যান্স এ্যান্ড আকাউন্টস তারেক রশিদ, ডাটাসফট সিস্টেম বিডি লিমিটেডের পরিচালক ও সিওও মনজুর মাহমুদ, জবস্বিডিডট কমের সিইও কে এম হাসান রিপন, এমাজিং কমিউনিকেশন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও ফেরদৌস আহমেদ, ডেফোডিল ইণ্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ মারুফ রেজাসহ এফএলপি’র গত তিন সিজনের বিজয়ীরা। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এমন শিক্ষার্থীরা এফএলপি শোতে অংশ নিয়ে থাকেন।
×