ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি বছরের মধ্যেই সদস্য করার আশ্বাস যুক্তরাষ্ট্রের

চীনের বাধায় এনএসজি সদস্য হতে পারল না ভারত

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ জুন ২০১৬

চীনের বাধায় এনএসজি সদস্য হতে পারল না ভারত

ভারত নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্য হতে না পারার জন্য চীনকে দোষারোপ করেছে। চীনের বিরোধিতার জন্যই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুক্রবার অনুষ্ঠিত দুই দিনব্যাপী বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে ভারতকে নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে চলতি বছরের মধ্যেই সদস্য করা হবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপির। এনএসজির ৪৮ সদস্যের তিন ঘণ্টাব্যাপী পূর্ণাঙ্গ অধিবেশনে ৩৮টি দেশ ভারতকে সমর্থন দিয়েছে। তবে সদস্যপদ চূড়ান্ত নাও হতে পারে বলে জানতেন ভারতীয় কূটনীতিকরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ করার পরও বেজিং আগ্রাসী মনোভাব নেয়ায় কিছুটা হলেও বিস্মিত সাউথ ব্লক। শনিবার পূর্ণাঙ্গ অধিবেশনের শেষ দিনে ভারতকে আপাতত সদস্য না করার সিদ্ধান্ত নেয় এনএসজি। পরে সরাসরি পররাষ্ট্র মন্ত্রীকে তা জানিয়ে দেয়া হয়। ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশ নয়। সেই যুক্তিতেই ভারতের সদস্যপদ নিয়ে আপত্তি তুলেছে বেজিং। পাল্টা যুক্তি হিসেবে পরমাণু অস্ত্র বিস্তার রোধে ভারতের রেকর্ড খতিয়ে দেখার কথা বলেছে সাউথ ব্লক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ভারত যে পরমাণু অস্ত্র বিস্তার রোধের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ তা এনএসজি ২০০৮ সালে মেনে নিয়েছিল। ভারতের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন বলেও তখন মেনে নিয়েছিল সদস্য দেশগুলো। তাই এনপিটিতে স্বাক্ষর না করার সঙ্গে এনএসজিতে যোগ দেয়া নিয়ে কোন বিরোধ আছে বলে আমরা মনে করি না। তবে চলতি বছরের মধ্যেই ভারত এনএসজির সদস্যপদ পাবে বলে আশা প্রকাশ বারাক ওবামা প্রশাসনের। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আমরা সিউল বৈঠকে ভারতের সদস্যপদ নিয়ে আলোচনা চেয়েছিলাম। সে বিষয়ে একটি পথের খোঁজ পাওয়া গিয়েছে। এখনও কিছু কাজ বাকি আছে। কিন্তু চলতি বছরের মধ্যেই ভারত সদস্য হয়ে যাবে বলে আমরা মনে করি।
×