ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের দীর্ঘ ছুটিতে মাশরাফিরা

প্রকাশিত: ০২:৪৪, ২৫ জুন ২০১৬

ঈদের দীর্ঘ ছুটিতে মাশরাফিরা

অনলাইন ডেস্ক ॥ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হয়েছে গত ২২ জুন। অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে আপাতত মাশরাফি-সাকিব-মুস্তাফিজদের ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নেই। তাই এবারের ঈদে দীর্ঘ ছুটি পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সদ্য প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, প্রাথমিকভাবে কন্ডিশনিং ক্যাম্প শুরুর তারিখ ঠিক করা হয়েছে ২০ জুলাই। ক্যাম্পের বিষয়ে নান্নু আরও জানান, এখনো আমরা ক্যাম্প শুরুর দিনক্ষণ চূড়ান্ত করিনি। তবে একটা তারিখ করা আছে। সেটা ২০ জুলাই। ক্যাম্পের বিষয়ে কাজ শুরু করবে নির্বাচক কমিটি। ক্যাম্পে কতজন ক্রিকেটার ডাকা হবে সেটি এদিন ঠিক করবেন নির্বাচকরা। দিন-তারিখ ঠিক না হলেও আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে একটি সিরিজ খেলবেন মাশরাফি-মুশফিকরা। এই সিরিজে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচের ভেন্যু আর তারিখ এখনো ঠিক হয়নি।
×