ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ঈদ বাজার জমে উঠেছে

প্রকাশিত: ২৩:০৭, ২৫ জুন ২০১৬

মাগুরায় ঈদ  বাজার জমে উঠেছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ মাগুরায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনা বেচা । দোকন থেকে দোকান ঘুরে পছন্দের পন্য ক্রয় করছেন ক্রেতারা। শহর লোকে লোকারন্য । শহরের বেবী প্লাজা , নুর জাহান প্লাজা, জেলা পরিষদ সুপার মার্কেট, বকসি মার্কেট, সুপার মার্কেট, জুতা পট্টি প্রভৃতি মার্কেট ও দোকান গুলিতে বেচা কেনা হচেছ প্রচর। গ্রাম থেকেও বহু মানুষ শহরে আসছেন ঈদ বাজার করতে । ছিট কাপড়, গার্মেন্টস ও শাড়ী কাপড়ের দোকানগুলিতে বেশী ভীড় হচেছ । কসমেটিক ও জুতার দোকান গুলিতে ভালো ভীড় হচেছ । দর্জিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন পোশাক তৈরী তে ব্যাস্ত সময় অতিবাহিত করছেন । এদিকে জেলার বুটিক কারখানা গুলিতে শ্রমিকদের দম ফেলার সময় নেই । কারুকার্যময় শাড়ী , থ্রিপিটচ, সালোয়ার কামিজ ও পাঞ্জাবী ক্রেতাদেও দৃষ্টি কাড়ছে । দামও ক্রেতাদের আয়ত্বের মধ্যে । সারা বছর কাজ থাকলেও ঈদ কে সামনে রেখে কাজের পরিমান বেড়ে যায় কয়েকগুন । কর্মীদের দম ফেলার সময়নেই । জেলায় প্রায় ৫ শতাধিক মহিলা বুটিক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন । জেলায় ২৫টি মতো বুটিক কারখানা রয়েছে । হাজার হাজার মানুষের আগমনে জেলার ঈদ বাজার জমে উঠেছে।
×