ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে থানা হেফাজতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২২:৩৭, ২৫ জুন ২০১৬

ময়মনসিংহে থানা হেফাজতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা হেফাজতে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা যায় প্রান্ত চন্দ্র দে (২১)। প্রান্ত জেলা শহরের গোলপুকুরপাড় এলাকার রবি চন্দ্র দের ছেলে। পুলিশ তাকে মাদকসেবী ও বিক্রেতা বললেও স্বজনরা তা অস্বীকার করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে শহরের দুর্গাবাড়ি মন্দির এলাকা থেকে প্রান্তকে পুলিশ ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। “আটকের পর থানায় আনা হলে সে অসুস্থ বোধ করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” ওসি কামরুল বলেন, প্রান্ত একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। ইতোপূর্বে মাদক সেবন ও বিক্রির অভিযোগে একাধিকবার পুলিশ তাকে আটক করেছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। প্রান্তর বড় ভাই মিঠু চন্দ্র দে বলেন, তার ভাই প্রান্ত মাদকসেবী কিংবা মাদক বিক্রেতা ছিলেন না। তবে কী কারণে তাকে গ্রেপ্তার এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে কীভাবে তার মৃত্যু হলো তা তারা জানেন না। প্রান্তর পরিবারের সদস্যরা তার মৃত্যুর কারণ উদঘাটন ও ঘটনার বিচার দাবি করেছেন।
×