ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বাল্য বিবাহ প্রতিরোধের মাধ্যমে মাতৃমৃত্যু রোধ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ২২:২৬, ২৫ জুন ২০১৬

গাইবান্ধায় বাল্য বিবাহ প্রতিরোধের মাধ্যমে মাতৃমৃত্যু রোধ শীর্ষক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় বাল্য বিবাহ প্রতিরোধের মাধ্যমে মাতৃমৃত্যু রোধকরণ শীর্ষক এক পরামর্শ কর্মশালা শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসপিসিপিডি’র প্রকল্প পরিচালক উপসচিব এম.এ কামাল বিল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ইউএনএফপিএ’র টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, শাহ শরিফুল ইসলাম বাবলু, মোজাম্মেল হক মন্ডল, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, একেএম সাইফুল আলম সাকা প্রমুখ। এই কর্মশালায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী, কাজী, ইউপি চেয়ারম্যান, মেম্বর, সাংবাদিক, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে হুইপ মাহাবুব আরা বেগম গিনির পরিচালনায় উপস্থিত সকলে বাল্য বিবাহ প্রতিরোধ এবং নারী স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে শপথ গ্রহণ করেন।
×