ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় ৫শ’ হেক্টর জমির সবজি তলিয়ে গেছে

প্রকাশিত: ২২:২৫, ২৫ জুন ২০১৬

গাইবান্ধায় ৫শ’ হেক্টর জমির সবজি তলিয়ে গেছে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদী তীরবর্তী চর এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, শনিবার যমুনা নদীর পানি সেতু পয়েন্টে ২৬ সেন্টিমিটার, তিস্তার পানি কাপাশিয়ার পয়েন্টে ২৩ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি এরেন্ডাবাড়ী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৫৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদ-নদীর এই আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় সাঘাটা উপজেলার কচুয়া ও জুম্মাবাড়ী, তাজপুর এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের প্রায় ৫শ’ হেক্টর জমির পটল, ঢেড়স, করলা, ঝিঙাসহ গ্রীষ্মকালীন সবজি পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে সাঘাটা উপজেলায় তলিয়ে গেছে প্রায় ৩শ হেক্টর জমির সবজি। ঈদের আগে উঠতি ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম বিপাকে পড়েছে দরিদ্র কৃষকরা।
×