ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষতিকর পোকা-মাকড় নিধনে বিলাতি ধনিয়ার ‘ঘ্রাণ’

প্রকাশিত: ২১:০৯, ২৫ জুন ২০১৬

ক্ষতিকর পোকা-মাকড় নিধনে বিলাতি ধনিয়ার ‘ঘ্রাণ’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সবুজ পানের সঙ্গে সবুজ পাতা। পানের বরজের ভিতরে পানের সঙ্গে “সাথী ফসল” হিসেবে আরও একটি লাভজনক ব্যবসা করে স্বাবলম্ভি হচ্ছে গৃহিনীরা। এ সবুজ পাতা লাগালে পানেরও ক্ষতি হয়না। আলাদা খরচ এবং কর্মচারীর বেতনও প্রয়োজন পড়ে না। সাথী ফসলের ওসব পাতার ঘ্রাণে পোকামাকড়ও সহজে আসে না। একঢিলে দুই পাখি শিকারের মতো লাভবান হওয়া এ পাতাটির নাম ‘ধনিয়াপাতা’। টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে পানের বরজে ধনিয়াপাতা চাষ করে কৃষকগণ আশাতীত সফলতা পেয়েছে বলে জানা গেছে। কৃষি অফিসের তথ্য মতে ওই ধনিয়াপাতার নাম বিলাতি ধনিয়া। কিন্ত স্থানীয় ভাষায় বলে “কলিগাইত্যা বাহুরপাতা”। রোজাদারদের ব্যাপক চাহিদা ইফতারীর অন্যতম ব্যাঞ্জণ এ বিলাতি ধনিয়াপাতা বিক্রি করে কৃষকগণ প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছে। তাদের কষ্ট করে বাজারে গিয়েও বিক্রি করতে হয়না। আড়তদার ও পাইকারি বিক্রেতারা কৃষকদের বাড়িতে এসে নিয়ে যায ওসব পাতা। পবিত্র রমজানে টেকনাফে উক্ত বিলাতি ধনিয়াপাতা অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে। টেকনাফ উপজেলা কৃষি অফিসার এবং উপ-সহকারী কৃষি অফিসারগণ সাথী ফসল বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও উৎসাহ দিয়ে আসছে। কৃষকরাও পানের বরজে এবং ঘরের ছায়াস্থলে দেদারছে লাগিয়েছে এ পাতা। টেকনাফ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারই সর্বপ্রথম টেকনাফের বাহারছড়া এবং টেকনাফ সদর ইউনিয়নে কৃষকগণ ২ শতাধিক পান বরজের ভেতরে পানের সঙ্গে “সাথী ফসল” হিসেবে ‘বিলাতি ধনিয়া’ চাষাবাদ করেছে। খুব সহজে পানের বরজের ভেতরে পান লতার দুই সারির মাঝখানে খালি জমিতে স্বল্প বিনিয়োগ ও স্বল্প পরিশ্রমে চাষাবাদ করা যায়। একটি ফসলের একই সঙ্গে আরও একটি ফসল জুড়ে দেয়ার নাম কৃষি অফিসের ভাষায় “সাথী ফসল”।
×