ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেপ্টেম্বরে আসছে 'মিনি আইপিএল'

প্রকাশিত: ২০:০৩, ২৫ জুন ২০১৬

সেপ্টেম্বরে আসছে 'মিনি আইপিএল'

অনলাইন ডেস্ক॥ এই বছর তাহলে দুটি আইপিএলই হতে যাচ্ছে! শুধু এই বছর কেন। এরপর থেকে প্রতি বছরই আইপিএলের দুটি আসর বসবে। দ্বিতীয় আসরটির নাম হবে 'মিনি আইপিএল" বা "আইপিএল ওভারসিস"। কারণ, এই টুর্নামেন্টটি বছরের শেষে দুই সপ্তাহের মধ্যে শেষ করা হবে। আর সেটি ভারতে নয়, বসবে বিদেশের মাটিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর জানিয়েছেন এই তথ্য। শুক্রবার ছিল বিসিসিআইয়ের বোর্ড মিটিং। সেখানেই সিদ্ধান্তটা আসলো। তবে এখনো অনেক কিছু বাকি। টুর্নামেন্টের দিন-তারিখ ঠিক করতে হবে। ফ্রাঞ্চাইজি ও ব্রডকাস্টারের সাথে আরো অনেক ইস্যু চূড়ান্ত করা দরকারী। "সেপ্টেম্বর মাসে বিসিসিআই মিনি আইপিএল বা আইপিএল ওভারসিস আয়োজন করতে চায়।" ঠাকুর বলেছেন, "এটা ছোটো দৈর্ঘ্যের হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকবে না। ম্যাচ কম থাকবে। দুই সপ্তাহের মধ্যে আমাদের আসর শেষ করতে হবে।" বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানাচ্ছেন, সম্প্রতি এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিসিসিআই। আসলে কয়েকটি ফ্রাঞ্চাইজি যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলার জন্য বোর্ডের অনুমতি চাচ্ছিল। সেটা বাতিল করে বিসিসিআই নিজেই উদ্যোগী হয়েছে টুর্নামেন্ট করার। কিন্তু প্রশ্ন উঠেছে, খেলোয়াড়দের টাকা দেবে কে? স্পন্সরের কি হবে? ব্রডকাস্টারও বা কে হবে? বিসিসিআই চায় বিদেশের মাটিতে আসরটা আয়োজন করতে। সব দেশেরই যেহেতু সেপ্টেম্বরে খেলায় বিরতি থাকে তাই ওই সময়টা বেছে নেওয়া। সনি আইপিএলের টিভি সম্প্রচার করে। কিন্তু ভারতের হোম সিরিজ প্রচারের স্বত্ব পাওয়া স্টার বিদেশের আইপিএলের দায়িত্ব পেতে পারে। যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের একটি হতে পারে ভেন্যু। দর্শক ধরার জন্য সময় নির্ধারণের ব্যাপার আছে। তাছাড়া এই বছর এই দেশে ওই বছর ভিন্ন দেশে, এমন ঝামেলার মধ্যে বিসিসিআই যেতে নারাজ। তাই একবারেই চূড়ান্ত করতে চায় ভেন্যু। আগে বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগ করে সফল হয়নি বিসিসিআই। এবার কি হয় তা বলে দেবে সময়।
×