ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুল দিয়ে যায় ক্রিকেটার চেনা

প্রকাশিত: ১৯:৫০, ২৫ জুন ২০১৬

চুল দিয়ে যায় ক্রিকেটার চেনা

অনলাইন ডেস্ক ॥ ক্রিকেটে স্কোয়ারকাট, লেটকাট শব্দগুলি আমরা হামেশাই শুনি। হেয়ারকাট শুনেছেন কোনওদিন? ক্রিকেটীয় শব্দ না হলেও এই মুহূর্তে ক্রিকেটাররা এই ‘কাটে’ই মজছেন বেশি। খেলার মাঠে স্টাইল এখন একটা বড় ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। নতুন নতুন হেয়ার স্টাইলে ক্রিকেটারদের আবির্ভাব হয়েছে মাঠে। ব্যাটে-বলে ব্যর্থ হলেও হেয়ার স্টাইলে মন জয় করে নিয়েছেন দর্শকদের। এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকেটারদের কিছু অভিনব হেয়ার স্টাইল। অ্যান্ড্রু সাইমন্ডস- অস্ট্রেলিয়ান এই বিধ্বংসী ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডস মাঝে মধ্যেই বিচিত্র হেয়ারকাটে চমকে দিতেন সবাইকে। তাঁর নতুন হেয়ার স্টাইল বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিল। ওয়েন পার্নেল- দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেলের নতুন হেয়ার স্টাইল মন কেড়েছিল ক্রিকেটপ্রেমীদের। যদিও এই স্টাইল বেশি দিন রাখেননি তিনি। ইশান্ত শর্মা- প্রথম দিকে ইশান্ত শর্মাকে বড় চুলে না দেখা গেলেও পরে নতুন হেয়ার স্টাইলে দেখা গেছে তাঁকে। তাঁর এই ‘সামুরাই’ পনিটেল রাখার কারণ নিছকই স্টাইল বলে জানিয়েছিলেন ভারতীয় পেসার। রবীন্দ্র জাদেজা- রবীন্দ্র জাদেজাকে বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা গেছে। চেন্নাই সুপারকিংসের হয়ে যখন খেলেছেন তখন মাথায় সিএসকে লেখা থাকত। কখনও আবার বড় বড় ঝাঁকড়া চুলে দেখা গেছে তাঁকে। মিচেল জনসন- অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসনকেও বিভিন্ন লুকে দেখা গিয়েছে। ক্রিকেটের বাইরে মডেল হিসাবেও বেশ নাম ডাক তাঁকে। আন্দ্রে রাসেল- ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে ফ্যাশনেবল ক্রিকেটার হলেন আন্দ্রে রাসেল। ব্যাটে-বলে যেমন চমকান হেয়ার স্টাইলেও কম যান না তিনি। মহেন্দ্র সিংহ ধোনি- চুল নিয়ে ধোনির ধামাকা প্রথম থেকেই। বড় বড় চুলে ধোনির সঙ্গে আমাদের প্রথম পরিচয় হলেও ২০১১ বিশ্বকাপের পর নতুন লুকে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। এরপর অনেকবারই হেয়ার স্টাইল বদলেছেন ধোনি। মহম্মদ আমের- পাকিস্তানি বোলার মহম্মদ আমেরকে প্রথম দিকে দেখা যেত বড় চুলে। খানিকটা ‘তেরে নাম’ সিনেমায় সলমন খানের হেয়ার স্টালের মতো। নির্বাসন কাটিয়ে ফের নতুন হেয়ার স্টাইলে দেখা যাচ্ছে তাঁকে। সুনীল নারিন- শুধু বলে নয় ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিনের হেয়ার স্টাইলও ছিল চমকে দেওয়ার মতো। লাসিথ মালিঙ্গা- এনাকেও চুল দিয়ে যায় চেনা। পরবর্তীকালে শ্রীলঙ্কান ফাস্ট বোলার তাঁর চুলে রঙ করিয়ে নেন। ক্রিস গেইল- বিভিন্ন সময়ে ক্রিস গেইলকেও দেখা গেছে নতুন নতুন লুকসে। কখনও ঝাঁকড়া চুল, কখনও বা বিনুনি, বরাবর নিজস্ব ফ্যাশনের পরিচয় রেখেছেন খেলার মাঠে। সচিন তেন্ডুলকার- তাঁর হেয়ার স্টাইল নিয়ে ক্রিকেটপ্রেমীদের নস্ট্যালজিয়া কাজ করে। প্রথম দিকে কোকড়ানো চুলের সচিন থেকে এখন বেড হেয়ার স্টাইল মন জয় করেছে সবার। সূত্র : আনন্দবাজারা পত্রিকা
×