ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্বতীপুর পৌরসভায় পাথরের পরিবর্তে খোয়া দিয়ে ড্রেন ঢালাই

প্রকাশিত: ১৯:৩৭, ২৫ জুন ২০১৬

পার্বতীপুর পৌরসভায় পাথরের পরিবর্তে খোয়া দিয়ে ড্রেন ঢালাই

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর ॥ পার্বতীপুর পৌরসভার উন্নয়নমূলক কাজের যাচ্ছে তাই অবস্থা। অনুমোদিত ইস্টিমেট উপেক্ষা করে নিজের খেয়াল-খুশী মত ড্রেন ঢালাইয়ে পাথরের পরিবর্তে ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। অথচ ড্রেনের মত এত গুরুত্বপূর্ন কাজে তদারকির জন্য সেখানে পৌরসভার ইঞ্জিনিয়ার অথবা কোন প্রতিনিধি ছিলনা। বিক্ষুদ্ধ মহল্যাবাসী বিবেক তাড়িত হয়ে কাজে বাধা দিয়ে মেয়রের কাছে নালিশ করেছেন। ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান , যত কাজ হচ্ছে সবগুলোর একই অবস্থা । বাধা দিয়ে নালিশ করেও কাজ হয় না । কেউ কর্নপাত করে না। দেখারও কেউ নেই। পৌর সূত্রমতে ২০১৫-১৬ অর্থ বছরে এল জি আর ডি মন্ত্রনালয়ের অধীনে গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দে শহরের বিভিন্ন স্থানে ড্রেন, রাস্তা ইত্যাদির কাজ চলছে । কাজগুলো ভাগ করা হয়েছে ৮ টি প্যাকেজে। যা বাস্তবায়ন করছেন ৮ ঠিকাদার। তারমধ্যে ১৪ লাখ ৭৬ হাজার টাকার ৩টি রাস্তা ও ১টি ড্রেনের প্যাকেজের কাজটি করছেন ইভা ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ঠিকাদার আবু এহিয়া। ইস্টিমেটে রয়েছে শহরের গুলপাড়া মহল্যায় ১শ ২৯ মিটার এই ড্রেনটি পাথর দিয়ে ঢালাই কাজ সম্পন্ন করতে হবে। জানতে চাইলে পৌরসভার ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম ও সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার আ.খালেক জানান , ঠিকাদার পৌরসভাকে না জানিয়ে কাজ করেছে। তাই ইস্টিমেট অনুযায়ী না হওয়ায় ঠিকাদারের ড্রেনের বিল স্থগিত রাখা হয়েছে ।অথচ এই প্যাকেজভূক্ত অনান্য কাজের বিল অনিয়মের মধ্যে ঠিকাদারকে ঠিকই দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার জানান ,রাস্তার কাজে আপত্তি না থাকায় ৭৫ ভাগ বিল পরিশোধ করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার আবু এহিয়া জানান, তিনি ভূলক্রমে কাজটি করেছেন। সে কারনে পাথরের পরিবর্তে খোয়ার বিল চেয়ে পৌর কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। অপরদিকে পৌরসভার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (এল জি আর ডির গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি) অনুমোদন সাপেক্ষে ঠিকাদারের বিল পরিশোধের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। যোগাযোগ করলে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক আজ শনিবার সকাল ১১ টায় জানান কাজগুলো চলমান। ঠিকাদার ভূল করলে সঠিকভাবে কাজ বুঝে নেওয়া হবে। এছাড়াও বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জ্ঞাত করা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
×