ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০ এনগেজমেন্ট রিং

প্রকাশিত: ১৯:২০, ২৫ জুন ২০১৬

বিশ্বের সবচেয়ে মূল্যবান ১০ এনগেজমেন্ট রিং

অনলাইন ডেস্ক ॥ অনামিকার শোভা বাড়ায় বহুমূল্য রত্ন দিয়ে তৈরি একটি ছোট আংটি। এনগেজমেন্টকে স্বীকৃতি দেওয়ার জন্য এই ছোট্ট অলঙ্কার যে কতটা মূ্ল্যবান হতে পারে তা হয়তো আপনার ধারণার বাইরে। জেনে নিন বিশ্বের সব চাইতে দামী ১০টি এনগেজমেন্ট রিং কোনগুলো। ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ টেলরকে রিচার্ড বার্টন যে আংটিটি পরিয়েছিলেন সেটিই হল বিশ্বের সব থেকে দামী এনগেজমেন্ট রিং। দাম ৮.৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৯ কোটি ৮৪ লক্ষ টাকা)। বেয়ন্সেকে এনগেজমেন্টের সময় দেওয়া জে জে’র আংটির দাম ৫ মিলিয়ন মার্কিন ডলার (৩৩ কোটি ৯৮ লক্ষ টাকা)। ২৪ ক্যারাট সাদা সোনা দিয়ে তৈরি আংটির মাঝখানে একটি আয়তকার হিরে। এমনই একটা আংটি প্যারিস হিলটনকে দিয়েছিলেন প্যারিস লাটসিস। এই আংটির দাম ৪.৭ মিলিয়ন মার্কিন ডলার (৩১ কোটি ৯৩ লক্ষ টাকা)। ০.৪৭ এমরাল্ড-কাট ডায়মন্ড দিয়ে তৈরি গ্রেস কেলির আংটির দাম ৪.৬ মিলিয়ন মার্কিন ডলার (৩১ কোটি ২৫ লক্ষ টাকা)। মার্ক অ্যান্টনি জেনিফার লোপেজকে ৮.৫ ক্যারাট ব্লু ডায়মন্ড দিয়ে তৈরি একটা আংটি উপহার দিয়েছিলেন। যার দাম ৪ মিলিয়ন মার্কিন ডলার (২৭ কোটি ১৭ লক্ষ টাকা)। ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ক্নউসকে একটি আংটি উপহার দিয়েছিলেন। ওই আংটির দাম ৩ মিলিয়ন মার্কিন ডলার (২০ কোটি ৩৬ লক্ষ টাকা)। অ্যারিস্টটল ওনাসিস জ্যাকলিনকে ২.৬ মিলিয়ন মার্কিন ডলারের (১৭ কোটি ৬৩ লক্ষ টাকা) একটি আংটি উপহার দিয়েছিলেন। জ্যাকলিন সারা জীবনে মাত্র দু’বার এই আংটিটি পরেছিলেন। ক্যাথরিন জিটা জোনসের একটি আংটির দাম ২.৫ মিলিয়ন মার্কিন ডলার (১৬ কোটি ৯৭ লক্ষ টাকা)। পিয়ার-কাট ১১ ক্যারাট গোলাপি হিরে খচিত একটি দামী আংটি আনা কোনিকোভাকে উপহার দিয়েছিলেন এনরিকে। এই আংটির দাম ২.৫ মিলিয়ন মার্কিন ডলার (১৬ কোটি ৯৭ লক্ষ টাকা)। ১.৩৭ মিলিয়ন ডলারের (৯ কোটি ২৩ লক্ষ টাকা) একটি আংটি ছিল প্রিন্সেস ডায়নার। এখন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের হাতে শোভা পায়। সূত্র : আনন্দবাজারা পত্রিকা
×