ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীর র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত ১

প্রকাশিত: ১৮:৫৯, ২৫ জুন ২০১৬

ফেনীর  র‌্যাবের  সাথে বন্দুক যুদ্ধে  নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনীর সমুদ্রউপকুলীয় সোনাগাজী থানার চরচান্দিয়া গ্রামে আজ শনিবার ভোর রাতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে গাব্বা মাসুদ নামের এক জলদস্যু নিহত হয়েছে । র‌্যাবের-৭ ফেনী সিপিসি-১ এর অধিনায়ক স্কোয়াডন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান- স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত জলদস্যু গাব্বা মাসুদ তার ১০/১২ জন সহযোগী নিয়ে চরচান্দিয়া এলাকার সৌদি প্রবাসী এনামুল হক ড্রাইভারের বাড়ীতে ডাকাতির প্রস্তুতি নিচ্চিলো। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যা বের উপর গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালায় । এসময় অন্যরা পালিয়ে যেতে পারলেও মাসুদ ঘটনা স্থলে মারা যায়।র‌্যাব ঘটনাস্থল থেকে ১ টি সুটার গান , ২টি পিস্তল ৮টি তাজা বুলেট উদ্ধার করে মাসুদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির ১০ টি মামলা রয়েছে। এ ছাড়া গত ৪ জুন ফেনীর সোনাগী ইউপি নির্বাচনে নুর হোসেন সিপন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। স্থানিয় সুত্র জানায় মাসুদ যুবদল কর্মী ও খুরশীদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলো।
×