ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সজল-মমর ঈদের নাটক ‘ডাকবাক্স’

প্রকাশিত: ০৬:৪০, ২৫ জুন ২০১৬

সজল-মমর ঈদের নাটক ‘ডাকবাক্স’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘ডাকবাক্স’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল এবং জাকিয়া বারী মম। এনপলি নিবেদিত নাটকটি প্রযোজনা করছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। নাটকটির গল্প লিখেছেন মজুমদার বিপ্লব, পরিচালানয় রাকেশ বসু। নাটকটি আসছে ঈদ- উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় আরটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে ধ্রুবরূপী সজল একটি নামকরা প্রকাশনী সংস্থায় প্রুফ রিডার হিসেবে চাকরি করে। দোলন (জাকিয়া বারী মম) নামের একটি মেয়ের প্রতি তার ভাল লাগা। তাদের পরিচয় বিশ^বিদ্যালয় সহৃদ। তবে দু’জনে কখনও মনের কথা মুখে প্রকাশ করেনি। তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ‘ডাকবাক্স’। চিঠির মাধ্যমেই তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করে। এদিকে দোলন বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করে। এ খবর একদিন চিঠির মাধ্যমে জানায় সে। কিন্তু চিঠির ভুল বানান দেখে কষ্ট পায় ধ্রুব। এভাবেই দিনের পর দিন জমতে থাকে দোলনের ভুল বানান ও ধ্রুবর শোধরানো চিঠির পাহাড়। একদিন বাসায় এসে দোলন দেখে তার ভুল বানানে লেখা চিঠিগুলোর বান্ডিল। চিঠিগুলো নিয়ে আসে দোলন। সে তার ভুলে ভরা চিঠির মধ্যে আবিষ্কার করে অনবদ্য এক কবিতার ধারা। দোলন চিঠিগুলোকে বই আকারে বের করে। বিদেশে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার উদ্দেশে ধ্রুবর বাসার ডাকবাক্সে বই আর চিঠি রেখে বিমানবন্দরের দিকে যেতে থাকে দোলন। এ ভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
×