ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাউন্টি খেলবেন মুস্তাফিজ !

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ জুন ২০১৬

কাউন্টি খেলবেন মুস্তাফিজ !

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসেই তিনি শেষ করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। প্রথমবার খেলেই শিরোপা জয়ী দলের গর্বিত সদস্য হিসেবে দেশে ফিরেছেন বাঁহাতি ‘কাটার’ মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএল চলার সময়েই ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স এ বাংলাদেশী পেসারকে দলে ভেড়ায়। কিন্তু আইপিএলের শেষদিকে ইনজুরিতে পড়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজকে নিয়ে ঝুঁকির মধ্যে যেতে চায়নি। ফিটনেস ঘাটতি পুষিয়ে ওঠার জন্য ৬ সপ্তাহ সময় লাগবে এমনটাই জানানো হয়েছিল। এ কারণে আরও আগেই ইংল্যান্ড যাওয়ার কথা থাকলেও হয়নি। তবে সাসেক্স আশা ছাড়েনি। অবশেষে ক্লাবটির প্রধান কোচ মার্ক ডেভিস দাবি করেছেন আগামী ১৫ জুলাই তাদের পক্ষে কাউন্টি অভিষেক ঘটবে মুস্তাফিজের। সেদিন হ্যাম্পশায়ারের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের ম্যাচ খেলতে নামবেন এ তরুণ বাঁহাতি এমনটাই দাবি ডেভিসের। সেক্ষেত্রে ঈদের পরই ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন ‘ফিজ’। অভিষেকটা ছিল রঙ্গিন। মাত্র এক বছরের ক্যারিয়ার আরও রং ছড়িয়েছে। আর সে কারণেই বাংলাদেশের তরুণ উদীয়মান পেসার মুস্তাফিজকে নিয়ে উৎসাহের শেষ নেই। সে জন্য দম ফেলার ফুরসতটাও কম। এ বছরের শুরু থেকেই দারুণ ব্যস্ত থেকেছেন ক্রিকেট মাঠে। জানুয়ারিতে জিম্বাবুইয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ, সেটা চলার সময়েই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। জিম্বাবুইয়ের বিরুদ্ধে শেষ দুই ম্যাচ খেলেননি এবং প্রথমবারের মতো আয়োজিত পাকিস্তান সুপার লীগ (পিএসএল) টি২০ আসরেও খেলা হয়নি। ফিটনেস ঘাটতি ও ইনজুরির জন্য পরবর্তীতে এশিয়া কাপ টি২০ আসরেরও ফাইনালসহ শেষ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এরপর টি২০ বিশ্বকাপের প্রাথমিক পর্বেও মাঠে নামা হয়নি। সেই ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব এবং পুরো আইপিএল খেলেছেন। টানা প্রায় দুই মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে পারেননি মুস্তাফিজ। ইনজুরি সমস্যা নিয়েই দেশে ফেরেন। ওদিকে সাসেক্স বারবার মুস্তাফিজকে পেতে তাগাদা দিয়েই যাচ্ছিল। এ মাসের ১০ তারিখে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাবেন এ পেসার এমনটাই জানিয়েছিল তারা। কিন্তু মুস্তাফিজ নিজে বিশ্রাম নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং বিসিবিও এ তরুণের ওপর টানা খেলার চাপ দিতে ছিল গররাজি। ফেরার পর ফিটনেস টেস্টে যথেষ্ট ঘাটতি পান বিসিবি ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। পরিপূর্ণ ফিট হতে প্রায় ৬ সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে বলে জানানো হয়। পুনর্বাসন শুরুও হয়েছে মুস্তাফিজের। কিন্তু তিনি পুরোপুরি ফিট হয়ে ওঠার আগেই এবার সাসেক্স দাবি করল আগামী মাসেই কাউন্টি অভিষেক ঘটবে এ পেসারের। এ বিষয়ে কোচ ডেভিস বলেন, র’ফিজকে এভাবে না পাওয়ার বিষয়টি মেনে নেয়া খুব কঠিন। আইপিএলের পর তার পুনর্বাসনটা প্রত্যাশার চেয়েও বেশি সময় নিচ্ছে। কিন্তু তবু তাকে শেষ পর্যন্ত পাচ্ছি সেটাই অনেক ভাল ব্যাপার। আমি মনে করি এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে অসাধারণ, ব্যতিক্রমী এবং বিস্ময়কর একজন বোলার। ইংল্যান্ডে এসে তিনি খেললে আমাদের এবং তার উভয়ের জন্যই খুব ভাল হবে।’ ঈদের পর ইংল্যান্ডে গিয়ে হোভে সাসেক্সের সঙ্গে থাকবেন তিনি। সাউথ গ্রুপে শেষ চারের ম্যাচ এবং রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের চারটি ম্যাচ অন্তত পাচ্ছেনই মুস্তাফিজ। আর যদি পরবর্তী পর্যায়ে সাসেক্স উঠে যায় সেক্ষেত্রে ক্লাবের সঙ্গেই থাকবেন তিনি।
×